কক্সবাজারের মহেশখালী মাতারবাড়ি থেকে দুটি আগ্নেয়াস্ত্র ও একটি কিরিচসহ নাছির উদ্দিন নামে এক ডাকাতকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (১ জুন) সকালে মাতারবাড়ি ইউনিয়নের রাঙ্গাখালী মইন্নার ঘোনার খামারবাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন মাতারবাড়ি ক্যাম্প পুলিশের উপপরিদর্শক মোহাম্মদ ইমরান হোসেন।
গ্রেপ্তার নাছির উদ্দিন (৩৩) ওরফে নাছির ডাকাত মাতারবাড়ি মাইজপাড়ার আবু ছৈয়দের ছেলে।
মোহাম্মদ ইমরান হোসেন বলেন, ‘গোপন সংবাদের ভিত্তিতে দেশের তৈরি দুটি পিস্তল এবং আড়াই হাত লম্বা একটি কিরিচসহ নাছির উদ্দিনকে গ্রেপ্তার করা হয়। নাছির এতোই দুর্ধর্ষ ছিল যে তার ভয়ে এলাকার লোকজন ভীত ছিল। লোকমুখে একটি কথা শোনা যায়- সে প্রায়ই বলতো ‘দিন পুলিশের, রাত আমার।’ তার বিরুদ্ধে হত্যা, ডাকাতি, অস্ত্র, পুলিশকে আক্রমণের মামলাসহ পাঁচটি মামলা বিজ্ঞ আদালতে বিচারাধীন আছে।
নাছিরকে গ্রেপ্তারের পর এলাকায় স্বস্তি নেমে এসেছে বলেও জানান তিনি।
এ দিকে নাছিরের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানা গেছে।
বাংলা৭১নিউজ/একেএম