দিনাজপুরের হিলিতে দিনে-দুপুরে এক ব্যবসায়ীর সাড়ে ৪ লাখ টাকা চুরির ঘটনা ঘটেছে।
শুক্রবার (৯ এপ্রিল) দুপুরে হিলি বাজারের মেসার্স সুরমা ট্রেডাসের মালিক জাহিদুল ইসলাম জাহিদের ব্যবসায়ী প্রতিষ্ঠানে এঘটনা ঘটে।
বিষয়টি নিশ্চিত করেছেন হাকিমপুর থানার অফিসার ইনচার্জ ফেরদৌস ওয়াহিদ।
ব্যবসায়ী জাহিদুল ইসলাম জাহিদ জানান,শুক্রবার নামাজের দিন, দুপুরে আমিসহ কর্মচারীরা মসজিদে নামাজ আদায় করতে যায়। নামাজ শেষে এসে দেখি আমার ব্যবসায়ী প্রতিষ্ঠানের তালা ভাঙা। পরে গ্রীলের ভিতরের তিনটি ডোয়ার ভাঙা।সকাল থেকে বেচাকেনার সাড়ে ৪ লাখ টাকা রেখে নামাজে যাই। এতো বড় ক্ষতি আমার কে করল। আমার তো অনেক ক্ষতি হয়ে গেলো।
হাকিমপুর পৌর মেয়র জামিল হোসেন চলন্ত ঘটনাস্থল পরিদর্শন করে বলেন, শুক্রবার নামাজের দিন। আবার হিলিতে বিদ্যুৎ নেই। বিদ্যুৎ না থাকার কারণে এই প্রতিষ্ঠানসহ শহরের সব সিসি ক্যামেরা বন্ধ রয়েছে।সিসি ক্যামেরা চালু থাকলে,অবশ্যই কোন না কোন ক্যামেরায় চোরসহ টাকা উদ্ধার হতো।
হাকিমপুর থানা অফিসার ইনচার্জ ফেরদৌস ওয়াহিদ জানান, দুপুরে চুরির ঘটনাটি জানার পর ঘটনাস্থলে থানার অফিসারসহ সঙ্গী ফোর্স পাঠিয়েছি। তদন্ত চলছে, তদন্ত সাপেক্ষে চোরসহ টাকা উদ্ধারের চেষ্টা করবো।
বাংলা৭১নিউজ/পিকে