বাংলা৭১নিউজ, গোলাম মোস্তাফিজার রহমান মিলন, হিলি (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুর -৬ আসনে ১৩ জন প্রাথী তাদের মনোনয়নপত্র রিটানিং অফিসারের নিকট জমা দিয়েছেন। এদের মধ্যে বিএনপির ধানের র্শীষ প্রতিকের দাবিদার ৪ জন ও আওয়ামীলীগ বিদ্রোহী সতন্ত্র ২ জন রয়েছে।
একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নবাবগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও দিনাজপুর ৬ আসনের আওয়ামী লীগের পক্ষে মনোনয়ন পত্র দাখিল করেছেন শিবলী সাদিক এমপি। বুধবার সকালে সহকারী রির্টানিং কর্মর্কাতা ও নবাবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মর্কার মশিউর রহমানের কার্যালয়ে তিনি এ মনোনয়ন পত্র জমা দেন।
অপরদিকে একই দিনে দিনাজপুর দক্ষিন জেলার শাখার জামায়াতের আমির আনায়ারুল ইসলাম বিএনপির পক্ষে তার মনোনয়ন পত্র দাখিল করেন নবাবগঞ্জ উপজেলার চেয়ারম্যান নূরে আলম সিদ্দিক ও বিজুল মাদ্রাসার মোহাদ্দেমস ড. এনামুল হক জেলা রিটানিং কর্মকর্তা ও জেলা প্রাশাসক মাহমুদুল আলম এর কার্যালয়ে তার মনোনয়পত্র দাখিল করেন।
জেলা বিএনপির আহবায়ক লুৎফর রহমান মিন্টু নবাবগঞ্জে মনোয়ন পত্র দাখিল করেন ।
হাকিমপুর থানা বিএনপির সাবেক সাধারন সম্পাদক সহকারী অধ্যাপক শাহিনুর ইসলাম শাহিন, ও সাবেক পৌর মেয়র সাখাওয়াত হোসেন শিল্প বিএনপির পক্ষে তাদের ২টি মনোনয়ন পত্র হাকিমপুর উপজেলা সহকারী রিটানিং অফিসার আব্দুর রাফিউল আলমের নিকট জমা দেন।
এ দিকে ইসলামী আন্দোলন বাংলাদেশ দিনাজপুর দক্ষিন জেলা শাখার সভাপতি ডা. নুর আলম সিদ্দিক নবাবগঞ্জ সহকারী রিটানিং অফিসারের নিকট তার মনোনয়ন পত্র জমা দিয়েছেন।
অন্যদিকে গণফোরামের সাধারণ সম্পাদক নূরন্নবী মন্ডল, সাহিদা খাতুন ন্যাশনাল পিপলস পাটি ও আওয়ামীলীগের সাবেক এমপি সতন্ত্র প্রার্থী আজিজুল হক চৌধুরী মনোয়ন পত্র ঘোড়াঘাট উপজেলা সহকারী রিটানিং কর্মকর্তা ও উপজেলা নির্বাহী কর্মকর্তা ওয়াহিদা খানম এর কার্যালয়ে মনোনয়নপত্র দাখিল করেন।
জেলা রিটানিং কর্মকর্তা সূত্রে জানাগেছে একই দিনে জাতীয় পার্টির কেন্দ্রিয় কমিটির সহ সভাপতি দেলোয়ার হোসেন, ন্যাপ এর পক্ষে সাবেক সংসদ সদস্য কাজি লুৎফর রহমান চৌধুরী, ওয়াকিাস পার্টির রবিন্দ্র নাথ সরেন ও স্বতন্ত্র প্রার্থী নবাবগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আতাউর রহমান মনোনয়ন পত্র দাখিল করেছেন।
বাংলা৭১নিউজ/জেএস