দিনাজপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় দুইজন নিহত হয়েছেন। বুধবার (৯ আগস্ট) সদর উপজেলার গোপালগঞ্জ বাজার ও চিরিরবন্দর উপজেলার রানীরবন্দর বাজারে এসব দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- সদর উপজেলার পশ্চিম শিবরামপুর খ্রিস্টান পাড়ার সরেন মুর্মুর ছেলে ফ্রান্সিস মুর্মু (৫৫) ও খানসামা উপজেলার পূর্ব হাসিমপুর গ্রামের নারায়ণ রায়ের ছেলে অতুল রায় (৩৫)।
কোতোয়ালি থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তানভীরুল ইসলাম ও চিরিরবন্দর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বজলুর ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
স্থানীয়রা জানান, ফ্রান্সিস মুর্মু গোলাপগঞ্জ বাজার থেকে বাইসাইকেলযোগে বাড়ি ফেরার পথে দিনাজপুর-দশমাইল মহাসড়কের শেখহাটি দিলীপ বাবুর হাস্কিং মিলের সামনে পৌঁছালে বিপরীত দিক থেকে ছুটে আসা মালবাহী ট্রাকের ধাক্কায় ঘটনাস্থলেই মারা যান।
এদিকে, অতুল রায় ইপিজেড যাওয়ার পথে চিরিরবন্দর উপজেলার রানীরবন্দর বাজারে অটোচার্জার ভ্যানের ধাক্কায় রাস্তায় পড়ে মাথায় আঘাত পেয়ে ঘটনাস্থলেই মারা যান।