বাংলা৭১নিউজ,(দিনাজপুর)প্রতিনিধি: দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলায় পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ দুই যুবক নিহত হয়েছেন। নিহতরা হলেন- রফিকুল ইসলাম (২৮) ও ওহেদ আলী (২৩)।
পুলিশের দাবি, নিহত দুই যুবক ডাকাত দলের সদস্য। রফিকুল ইসলাম গাইবান্ধা জেলার সাদুল্লাপুর উপজেলার খদ্দ পাঠানপাড়া গ্রামের মোহাম্মদ আলীর ছেলে এবং ওহেদ আলী দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলার কৃষ্ণরায়পুর গ্রামের আবদুল হামিদের ছেলে।
বুধবার দিবাগত রাত সাড়ে ৩টার দিকে নবাবগঞ্জ উপজেলার শালখুরিয়া সাগুপাড়া নামক স্থানে এ ‘বন্দুকযুদ্ধের’ ঘটনা ঘটে।
ঘোড়াঘাট থানার ওসি অশোক কুমার চৌহান জানান, দিবাগত রাত সাড়ে ৩টার দিকে উপজেলার শালখুরিয়া সাগুপাড়া গ্রামে একদল ডাকাত ডাকাতির প্রস্তুতি নিচ্ছে এমন গোপন খবর পেয়ে পুলিশ সেখানে অভিযান চালায়। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে তাদের লক্ষ্য করে গুলি করে ডাকাতরা।
এ সময় পুলিশ পাল্টা গুলি ছুড়লে অন্য ডাকাতরা পালিয়ে যায়।
পরে ঘটনাস্থল থেকে দুই ডাকাতের গুলিবিদ্ধ অবস্থায় উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
বাংলা৭১নিউজ/এমএস