বাংলা৭১নিউজ,(দিনাজপুর)প্রতিনিধিঃ দিনাজপুরে নিখোঁজের তিনদিন পর ধানক্ষেত থেকে আরমান হোসেন (২২) নামে এক নির্মাণ শ্রমিকের লাশ উদ্ধার করেছে পুলিশ।
বুধবার সদর উপজেলার ৮নং শংকরপুর ইউনিয়নের নারায়ণপুর মাজাপাড়া গ্রাম থেকে তার লাশ উদ্ধার করা হয়।
নিহত আরমান হোসেন ওই গ্রামের দুলাল হোসেন দুলুর ছেলে।
নিহতের পারিবার জানায়, গত রোববার বাড়ি থেকে বের হয়ে আর বাসায় ফিরেনি আরমান হোসেন। এরপর পরিবারের লোকজন অনেক খোঁজাখুঁজি করেও তার সন্ধান পায়নি।
বুধবার সকালে বাড়ি থেকে এক কিলোমিটার দূরে দানিহারী এলাকার ধানক্ষেতে আরমানের লাশ পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেয় এলাকাবাসী। এরপর পুলিশ ঘটনাস্থলে গিয়ে ধানক্ষেত থেকে তার লাশ উদ্ধার করে।
কোতোয়ালি থানার পরিদর্শক (তদন্ত) বজলুর রশিদ জানান, লাশ দেখে মনে হচ্ছে তাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করা হয়েছে। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য দিনাজপুর এম. আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। এ বিষয়ে আরমানের পিতা দুলাল হোসেন বাদী হয়ে কোতোয়ালি থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন।
বাংলা৭১নিউজ/এফএস