দিনাজপুরে চলছে শৈত্য প্রবাহ। ঘন কুয়াশার চাদরে ঢাকা পড়েছে এই জেলা। বেলা বাড়ার সাথে সাথে বৃষ্টির মতো ঝরছে কুয়াশা। ঘন কুয়াশা আর কনকনে শীতে কাঁপছে এ জেলার মানুষ।
শনিবার (২৭ জানুয়ারি) সকাল ৬ টায় জেলার তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৮.৪ ডিগ্রি সেলসিয়াস। গতকালের চেয়ে তাপমাত্রা ১ ডিগ্রির বেশি বাড়লেও
দিনাজপুর আবহাওয়া অধিদপ্তরের ভারপ্রাপ্ত কর্মকর্তা আসাদুজ্জামান বিষয়টি নিশ্চিত করে বলেন, সকাল ৬ টায় দিনাজপুরে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৮.৪ ডিগ্রি সেলসিয়াস। বাতাসের আর্দ্রতা ৯৬ শতাংশ। গতকাল একই সময় তাপমাত্রা ছিল ৭.৩ ডিগ্রি সেলসিয়াস। বাতাসের আর্দ্রতা ছিল ৯৬ শতাংশ।
মোটা জামাকাপড় পরার পাশাপাশি আগুন জ্বালিয়েও নিজেকে উষ্ণ রাখার চেষ্টা করছেন এখানের শীতার্তরা। শীতে জবুথবু হয়েও কাক ডাকা ভোরে অনেক শ্রমজীবী মানুষেরা ঘর থেকে বের হয়েছেন। দিনের বেলায়ও হেডলাইট জ্বালিয়ে চলছে যানবাহন।
বাংলা৭১নিউজ/এসএইচ