বাংলা৭১নিউজ,(দিনাজপুর)প্রতিনিধি: দিনাজপুর শহরে ট্রাক্টরচাপায় মোটরসাইকেল আরোহী এক যুবক নিহত হয়েছেন। তার নাম আপেল ইসলাম (২৮)।
রোববার সকাল ১০টার দিকে শহরের মিশন রোড এলাকায় সার্কিট হাউসের সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহত আপেল ইসলাম দিনাজপুরের বিরল উপজেলার দোগাছি গ্রামের বাসিন্দা। তিনি পেশায় মোটরসাইকেল মেকার ছিলেন।
দিনাজপুর কোতোয়ালি থানার পরিদর্শক (তদন্ত) মো. বজলুর রশিদ জানান, সকাল ১০টার দিকে আপেল এক কাস্টমারের মোটরসাইকেল মেরামত করার পর রাস্তায় ট্রায়াল দিচ্ছিলেন। এ সময় সামনের দিক থেকে আসা দ্রুতগামী একটি ট্রাক্টর তাকে চাপা দেয়।
এ ব্যাপারে কোতোয়ালি থানায় একটি ইউডি মামলা হয়েছে।
বাংলা৭১নিউজ/এমএস