বাংলা৭১নিউজ,দিনাজপুর প্রতিনিধি: দিনাজপুরে খোঁজ মিলছে না সাফিল ইসলাম ওরফে সাদ (১৩) নামে সপ্তম শ্রেণির এক স্কুলছাত্রের। সাদ স্থানীয় সাউথ পয়েন্ট স্কুল অ্যান্ড কলেজের সপ্তম শ্রেণির ছাত্র। রোববার বিকেল তিনটার দিকে সে নিখোঁজ হয়।
সাদের নানা আব্দুর রহিম জানান, সাদের স্কুল শহরের পাহাড়পুরে। স্কুলের পাশে আমাদের বাড়ি। প্রতিদিন স্কুল শেষে সাদকে তাঁর মা সালমা বেগম বাড়িতে নিয়ে আসে। রাতে বাবার ওদের বাড়িতে ফিরে যায়।
রোববার পরীক্ষা শেষে সাড়ে ১১টার দিকে মাসহ নানার বাড়িতে যায় সাদ। বিকেল তিনটার দিকে সে চেকের হাফ হাতা গেঞ্জি ও থ্রিকোয়ার্টার একটি প্যান্ট পরে বাড়ির বাইরে যায়। এরপর সে আর বাড়িতে ফেরেনি। রোববার দিনগত রাত পৌনে ১২টা পর্যন্ত সাদের আর সন্ধান মেলেনি। এই ঘটনায় সাদের বাবা শফিকুল ইসলাম কোতোয়ালি থানায় একটি জিডি করেছেন।
কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেদওয়ানুর রহিম বলেন, পুলিশের একটি দল সাদের সন্ধানে মাঠে নেমেছে।
বাংলা৭১নিউজ/এসএস