এবি ব্যাংক লিমিটেড নিজস্ব তত্ত্বাবধানে দিনাজপুর সদর উপজেলায় ৫ হাজারের বেশি ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে স্মার্ট কার্ডের মাধ্যমে কৃষি ঋণ বিতরণ করেছে।
দিনাজপুরের গোর-এ-শহীদ বড় ময়দান প্রাঙ্গণে ঋণ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মো. আনিচুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব), দিনাজপুর; মো. মমিনুল করিম, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ), দিনাজপুর; মো. নূরুজ্জামান, উপ-পরিচালক, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, খামারবাড়ি, দিনাজপুর; ইমদাদ সরকার, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান ও সভাপতি, দিনাজপুর সদর উপজেলা আওয়ামী লীগ; মো. রমিজ আলম, উপজেলা নির্বাহী অফিসার, দিনাজপুর সদর এবং অ্যাডভোকেট তৌহিদুল ইসলাম সরকার, সভাপতি, দিনাজপুর জেলা আইনজীবী সমিতি।
এবি ব্যাংক লিমিটেডের প্রেসিডেন্ট ও ব্যবস্থাপনা পরিচালক তারিক আফজালের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন স্থানীয় আওয়ামী লীগের সিনিয়র নেতাসহ ব্যাংকের কর্মকর্তারা।
বাংলা৭১নিউজ/এসএইচ