বাংলা৭১নিউজ, হিলি প্রতিনিধি : বন্যা পরবর্তী পুনর্বাসন কর্মসূচির আওতায় দিনাজপুরের নবাবগঞ্জ, বিরামপুর, হাকিমপুর, ঘোড়াঘাট, ফুলবাড়ি, পার্বতীপুর, চিরিরবন্দরসহ গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় বেসরকারি সংস্থা নর্দান ডেভেলপমেন্ট ফাউন্ডেশন (এনডিএফ) এর উদ্যোগে কৃষি শস্য উৎপাদনে চাষীদের মাঝে এক হাজার করে মোট ১৮ লাখ ৮০ হাজার টাকা বিতরণ করা হয়েছে বলে সংস্থাটির প্রকল্প ম্যানেজার মনোরঞ্জন সাহা জানান।
এ উপলক্ষ্যে মঙ্গলবার সকালে দিনাজপুরের নবাবগঞ্জে আদিবাসী একাডেমীতে গোলাপগঞ্জ ইউনিয়নের ৩০ জন ও বিনোদনগর ইউনিয়নের ২৫ জন চাষীর মাঝে পুনর্বাসনের টাকা বিতরণ উপলক্ষ্যে আলোচনা সভা হয়েছে।
বিনোদনগর ইউপি চেয়ারম্যান মনোয়ার হোসেনের সভাপতিত্বে অতিথি ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা আবু রেজা মো: আসাদুজ্জামান, উপজেলা প্রেস ক্লাবের সভাপতি এম রুহুল আমিন প্রধান, উপ-সহকারি কৃষি কর্মকর্তা ফাত্তাউজ্জামান, এনডিএফ এর ইন্টারনাল পরিদর্শক সত্তেন রায় ও নবাবগঞ্জ বিরামপুর অফিসের ম্যানেজার খায়রুল ইসলাম।
পুনর্বাসন টাকা পাওয়া কৃষানি শিউলি বেগম জানান, চলতি বোরো মৌসুমে এ পুনর্বাসনের টাকা পেয়ে তারা উপকৃত হবে। এছাড়াও ৮ উপজেলায় পুষ্টিকর সবজি উৎপাদনে নারী সদস্যদের মাঝে ১০ লাখ টাকা এককালীন প্রদান করবে এনডিএফ।
বাংলা৭১নিউজ/জেএস