বাংলা৭১নিউজ,(দিনাজপুর)প্রতিনিধি: দিনাজপুরের ফুলবাড়ীতে ১৫ বোতল বিদেশি মদসহ আনিসুর ইসলাম আনিস (২৬) নামের এক যুবককে আটক করেছে পুলিশ। গতকাল রবিবার দিবাগত রাত আড়াইটায় ফুলবাড়ী থানা পুলিশ খয়েরবাড়ি ইউনিয়নের মুক্তারপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে থেকে তাকে আটক করে।
আটক আনিসুর ইসলাম আনিস বিরামপুর উপজেলার একইর মঙ্গলপুর গ্রামের মফিজ উদ্দিনের ছেলে।
জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে গতকাল রবিবার দিবাগত রাত আড়াইটায় উপজেলার খয়েরবাড়ি ইউনিয়নের মুক্তারপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে পুলিশ অবস্থান নেয়। এ সময় ১৫ বোতল ভারতীয় মদসহ আনিসুর ইসলামকে আটক করে পুলিশ।
এ বিষয়টি নিশ্চিত করে উলুবাড়ী থানা অফিসার ইনচার্জ (ওসি) মো. ফখরুল ইসলাম জানান, উদ্ধারকৃত মদের মূল্য আনুমানিক ২২ হাজার ৫০০টাকা। তার বিরুদ্ধে বিশেষ ক্ষমতায় আইনে একটি মামলা রুজু করা হয়েছে।
বাংলা৭১নিউজ/পিআর