বাংলা৭১নিউজ, ডেস্ক: ইরাকে দায়েশের এক শীর্ষস্থানীয় কমান্ডার নিহত হয়েছে। তাকফিরি সন্ত্রাসীগোষ্ঠী দায়েশের বিরোধী লড়াইয়ে ইরাকি বাহিনী যখন আরো এলাকা মুক্ত করে এগিয়ে চলেছে তখন এ সন্ত্রাসী কমান্ডার নিহত হলো।
পেন্টাগনের প্রেস সেক্রেটারি পিটার কুক বলেছেন, আবু ওয়াহিব বা শাকির ওয়াহিব নামে পরিচিত দায়েশ কমান্ডার আনবার প্রদেশে চলতি মাসের ৬ তারিখে নিহত হয়েছে। তাকে বহনকারী গাড়িতে মার্কিন বিমান হামলা চালালে আবু ওয়াহিব এবং দায়েশের আরো তিন সদস্য নিহত হয়। আনবার প্রদেশের রুতবাহ্ শহরের কাছে এ বিমান হামলা চালানো হয়েছিল।
ইরাকে আল-কায়েদার সাবেক সদস্য আবু ওয়াহিবকে দায়েশের হত্যাকাণ্ডের ভিডিওতে দেখা গেছে বলে জানিয়েছেন কুক।
২০০৬ সালে আবু ওয়াহিবকে গ্রেফতার করা হয়েছিল এবং তাকে মৃত্যুদণ্ডও দেয়া হয়ছিল। কিন্তু ২০১২ সালে তিনি কারাগার থেকে পালিয়ে যান। ইরাক সফরকারী সিরিয়ার অনেক ট্রাকচালককে হত্যা করে কুখ্যাতি অর্জন করেন আবু ওয়াহিব।
বাংলা৭১নিউজ/এস