দালাল ধরতে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে আবারো অভিযান চালাচ্ছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) ভ্রাম্যমাণ আদালত।
আজ রবিবার (৫ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে র্যাব-৩ এর নির্বাহী ম্যাজিস্ট্রেট পলাশ কুমার বসুর নেতৃত্বে শুরু হয় এ অভিযান।
ঢামেক হাসপাতালের পরিচালক বিগ্রেডিয়ার জেনারেল নাজমুল হক জানান, দালালদের ধরতে র্যাব তাদের নিয়ম অনুযায়ী অভিযান চালাচ্ছে।
এদিকে র্যাব সদর দপ্তর থেকে একটি সূত্র জানায়, সারা দেশেই একযোগে দালালদের ধরতে বিভিন্ন জায়গায় অভিযান চালাচ্ছে র্যাব।
এর আগে র্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট পলাশ কুমার বসুর নেতৃত্বে গত ১০ জুন ঢামেক হাসপাতালে অভিযান চালিয়ে ২৪ জন দালালকে আটক করে র্যাব। পরে ভ্রাম্যমাণ আদালতে তাদের প্রত্যেককে এক মাস করে কারাদণ্ড দেওয়া হয়।
বাংলা৭১নিউজ/এআরকে