বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর ২০২৪, ১২:১৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
আট-নয় তলার নথিপত্র সব পুড়ে গেছে বলে ধারণা ফায়ার ডিজির পঞ্চগড়ে বইছে শৈত্যপ্রবাহ ভারতের মহারাষ্ট্রে ১৭ বাংলাদেশি গ্রেপ্তার অন্তর্বর্তী সরকারের উদারতা জাতিকে অনন্তকাল ভোগাবে : হাসনাত আব্দুল্লাহ স্বৈরাচার পালিয়ে গেলেও দেশকে অস্থির করার ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে ভেতরে প্রবেশ করছেন সচিবালয়ের কর্মকর্তা-কর্মচারীরা লামায় অগ্নিসংযোগের ঘটনায় ড. ইউনূসের নিন্দা আগুনের সূত্রপাত কীভাবে তা নিশ্চিত হওয়া যায়নি : ফায়ারের ডিজি সচিবালয়ের আগুন ৬ ঘণ্টা পর নিয়ন্ত্রণে সড়কে পড়ে আছে ফায়ারকর্মী নয়নের হেলমেট ও তাজা রক্ত সচিবালয়ে আগুন: যে হুঁশিয়ারি দিলেন আসিফ মাহমুদ আগুন ৬ তলায় লেগে উপরে গেছে: স্বরাষ্ট্র উপদেষ্টা সবাই একসঙ্গে শান্তিতে থাকতে চাই : পররাষ্ট্র উপদেষ্টা নির্মাণাধীন ভবনের ছাদে থেকে পড়ে বিদ্যুতায়িত, দুই শ্রমিকের মৃত্যু ‘আমাদের একমাত্র লক্ষ্য শান্তি ও স্থিতিশীলতা নিশ্চিত করা’ বাংলাদেশ সীমান্তে অতিরিক্ত বিএসএফ মোতায়েন সৌদিতে সড়কে প্রাণ গেল ময়মনসিংহের দুই যুবকের, পরিবারে শোকের মাতম বিএনপিকর্মী মকবুল হত্যা: সাবেক মুখ্য সচিব নজিবুর কারাগারে প্রশাসন নিরপেক্ষ করতে ‘স্বৈরাচারের দোসরদের’ অপসারণ করুন সাইবার সুরক্ষা অধ্যাদেশ নতুন দিগন্ত উন্মোচন করবে

দারুণ অর্ধশতকে রানে ফিরলেন সাকিব

বাংলা ৭১ নিউজ
  • আপলোড সময় সোমবার, ৯ মে, ২০১৬
  • ১২৪ বার পড়া হয়েছে

বাংলা৭১নিউজ, ডেস্ক: আইপিএলে ব্যাটে সময়টা ভালো যাচ্ছিল না সাকিব আল হাসানের। অবশেষে দারুণ এক অর্ধশতকে রানে ফিরেছেন বিশ্বের অন্যতম সেরা এই অলরাউন্ডার।

তবে এই দিন গুজরাট লায়ন্সের বিপক্ষে বোলিংয়ে ভালো করতে পারেননি তিনি। দল কলকাতা নাইট রাইডার্স হেরেছে ৫ উইকেটে।

রোববার ইডেন গার্ডেন্সে গুজরাট লায়ন্সের বিপক্ষে টস হেরে ব্যাট করতে নেমে ৪ উইকেটে ১৫৮ রান করে কলকাতা। জবাবে ১৮ ওভারে ৫ উইকেটে লক্ষ্য পৌঁছে যায় গুজরাট।

ব্যাট করতে নেমে শুরুটা ভালো হয়নি কলকাতার। ষষ্ঠ ওভারে ২৪ রানের মধ্যে প্রথম চার ব্যাটসম্যানকে হারিয়ে চাপে পড়ে দলটি।

সেখান থেকে দলের সংগ্রহ দেড়শ’ পার হয় সাকিব ও ইউসুফ পাঠানের শতরানের দারুণ জুটিতে। ষষ্ঠ ব্যাটসম্যান হিসেবে মাঠে নামার পরই থেকেই খুনে মেজাজে ছিলেন ইউসুফ। রানের ফেরার লড়াইয়ে থাকা সাকিব ছিলেন সাবধানী।

শুরুতে প্রান্ত বদল করে রানের চাকা সচলে অবদান রাখেন সাকিব। পরে চার-ছক্কা হাঁকানোর দিকে মনোযোগী হন এই বাঁহাতি ব্যাটসম্যান। এক সময়ে ২৫ বলে তার রান ছিল ১৬।

ডোয়াইন ব্রাভোর করা ষোড়শ ওভারের প্রথম বলে এগিয়ে এসে বিশাল ছক্কা হাঁকিয়ে রান-বলের ব্যবধান কমিয়ে আনেন সাকিব। ব্রাভোর পরের ওভারের প্রথম দুই বলে ছক্কা হাঁকিয়ে স্বরূপে ফেরার ইঙ্গিত দেন তিনি।

কিছুক্ষণ পর প্রভিন কুমারের স্লোয়ার-বাউন্সারে স্কুপ করে চার হাঁকিয়ে চলতি আসরে নিজের প্রথম অর্ধশতকে পৌঁছান সাকিব। শেষের ঝড়ো ব্যাটিংয়ে রানের দিক থেকে ইউসুফকে ছাড়িয়ে যান তিনি।

১৪.১ ওভার স্থায়ী অবিচ্ছিন্ন পঞ্চম উইকেটে ১৩৪ রানের জুটিতে ইউসুফের অবদান ৬৩ রান। ৪১ বলে খেলা তার আক্রমণাত্মক ইনিংসটি গড়া ৭টি চার ও একটি ছক্কায়।

৬৬ রানে অপরাজিত থাকেন সাকিব। তার ৪৯ বলের ইনিংসটি ৪টি করে ছক্কা ও চারে গড়া। এই অলরাউন্ডারের সবকটি ছক্কা হাঁকান ব্রাভোর বলে।

চলতি আসরে আগের পাঁচ ম্যাচের দুটিতে ব্যাট করতে হয়নি সাকিবকে। অন্য তিন ম্যাচে ৬, ৩, ১১ রান করেন তিনি।

সাকিব-ইউসুফের ব্যাটিং বীরত্ব জয় এনে দিতে পারেনি কলকাতাকে। দিনেশ কার্তিকের ঝড়ো অর্ধশতকে (২৯ বলে ৫১) জয় নিয়ে মাঠ ছাড়ে গুজরাট। এই জয় পয়েন্ট তালিকার শীর্ষে নিয়ে গেছে সুরেশ রায়নার দলকে। গুজরাটের (১৪ পয়েন্ট) পরের দুটি স্থানে আছে সানরাইজার্স হায়দরাবাদ (১২) ও কলকাতা (১২)।

গুজরাটের জয়ে অ্যারন ফিঞ্চ (১০ বলে ২৯), ব্রেন্ডন ম্যাককালাম (২৯) ও ডোয়াইন স্মিথ (২৭) কার্যকর তিনটি ইনিংস খেলেন।

তিন ওভার বল করে ৩৮ রানে স্মিথের উইকেট নেন সাকিব।

বাংলা৭১নিউজ/সি এ্ই্স

শেয়ার করুন

এ জাতীয় আরও সংবাদ
২০১৫-২০২৪ © বাংলা৭১নিউজ.কম কর্তৃক সকল অধিকার সংরক্ষিত।
Theme Dwonload From ThemesBazar.Com