বাংলা৭১নিউজ, ডেস্ক: সারা পৃথিবীতে যখন অধিকাংশ মোবাইল কোম্পানি কম টাকায় স্মার্টফোন তৈরিতে ব্যস্ত সেখানে ব্যতিক্রম ল্যাম্বরগিনি। বিশ্বে গাড়ি তৈরির জন্য সুপরিচিত কোম্পানি ‘ল্যাম্বরগিনি’’ এবার নিয়ে এসেছে পৃথিবীর সবচেয়ে দামি স্মার্টফোন। স্মার্টফোনটির দাম প্রায় দুই লাখ টাকা।
বলা যায়, প্রায় একটা চার চাকা গাড়ির দামেই ল্যাম্বরগিনি দিচ্ছে আলট্রা লাক্সারি অ্যান্ড্রয়েড স্মার্টফোন! ল্যাম্বরগিনি এই নতুন স্মার্টফোনের নাম রেখেছে ‘আলফা-ওয়ান’।
স্মার্টফোনটি সম্পূর্ণ ইতালীয় নকশায় তৈরি ও এই ফোনের প্রযুক্তি অত্যাধুনিক। দাম ২,৪৫০ ডলার (বাংলাদেশি টাকায় ১ লাখ ৯৮,৮৫৪ টাকা)।
আলফা-ওয়ান স্মার্টফোনের ডিসপ্লে ৫.৫ ইঞ্চি। ঝকঝকে সেলফি ও ছবি তোলার জন্য সামনে রয়েছে ৮ মেগাপিক্সেল ক্যামেরা এবং পিছনে ২০ মেগাপিক্সেল ক্যামেরা। ইন্টারনাল মেমরি স্টোরেজ ৬৪ জিবি তবে ১২৮ জিবি পর্যন্ত এক্সটার্নাল মেমরি স্টোরেজ সুবিধা পাওয়া যাবে ফোনটিতে। রয়েছে ফিঙ্গার প্রিন্ট স্ক্যানার সুবিধা। সবচেয়ে বড় সুবিধা দুটি সিম ব্যবহার করা যাবে ফোনটিতে।
এই স্মার্টফোনটি বর্তমানে শুধুমাত্র ইউরোপ ও আরব আমিরাতেই পাওয়া যাচ্ছে।
বাংলা৭১নিউজ/সিএইস