বুধবার, ২৫ ডিসেম্বর ২০২৪, ১১:৩৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
সবাই একসঙ্গে শান্তিতে থাকতে চাই : পররাষ্ট্র উপদেষ্টা নির্মাণাধীন ভবনের ছাদে থেকে পড়ে বিদ্যুতায়িত, দুই শ্রমিকের মৃত্যু ‘আমাদের একমাত্র লক্ষ্য শান্তি ও স্থিতিশীলতা নিশ্চিত করা’ বাংলাদেশ সীমান্তে অতিরিক্ত বিএসএফ মোতায়েন সৌদিতে সড়কে প্রাণ গেল ময়মনসিংহের দুই যুবকের, পরিবারে শোকের মাতম বিএনপিকর্মী মকবুল হত্যা: সাবেক মুখ্য সচিব নজিবুর কারাগারে প্রশাসন নিরপেক্ষ করতে ‘স্বৈরাচারের দোসরদের’ অপসারণ করুন সাইবার সুরক্ষা অধ্যাদেশ নতুন দিগন্ত উন্মোচন করবে বীর মুক্তিযোদ্ধা শফিউল্লাহ শফিকে পুলিশে দিল ছাত্র-জনতা বইমেলায় স্টলের জন্য আবেদন করা যাবে ৫ জানুয়ারি পর্যন্ত ডিআরইউর সাধারণ সম্পাদকের ওপর হামলার ঘটনায় নিন্দা ৪৪তম বিসিএসের মৌখিক পরীক্ষার নতুন সূচি প্রকাশ ভারত থেকে ২৫ হাজার টন চাল আসছে বৃহস্পতিবার আইএসও/আইইসি ২৭০০১:২০২২ সনদ অর্জন করলো পূবালী ব্যাংক কলকাতার কারাগার থেকে মুক্তি পেয়েছেন পি কে হালদার নিজ দেশে ফিরে যেতে রোহিঙ্গা মুফতি-ওলামাদের সমাবেশ ভিডিও: কাজাখস্তানে উড়োজাহাজ বিধ্বস্তে নিহত অন্তত ৪০ উপকূলীয় মানুষের নিরাপত্তা ও জীবনমান উন্নয়নে কাজ করে যাচ্ছে কোস্টগার্ড দেখে নিন চ্যাম্পিয়ন্স ট্রফির সূচি, বাংলাদেশের ম্যাচ কবে কোথায়? ইসলামী ব্যাংকে নিয়োগ, স্নাতক পাসেও আবেদনের সুযোগ

দামুড়হুদায় পাট আবাদে ধস, অর্জিত হয়নি লক্ষ্যমাত্রা

বাংলা ৭১ নিউজ
  • আপলোড সময় শনিবার, ২২ জুলাই, ২০১৭
  • ১৮২ বার পড়া হয়েছে

বাংলা৭১নিউজ, নূরুল আলম বাকু, চুয়াডাঙ্গা প্রতিনিধি : চলতি মৌসুমে দামুড়হুদায় পাটের আবাদে ধস। অর্জিত হয়নি লক্ষ্যমাত্রা। গতবারের চেয়ে আড়াই হাজার হেক্টর কম জমিতে পাটের আবাদ হয়েছে। জেলার অন্যান্য উপজেলায়ও লক্ষ্য করা গেছে একই অবস্থা। ফলে উৎপাদন হ্রাসের কারনে “পণ্যে পাটজাত মোড়কের বাধ্যতামূলক ব্যবহার আইন-২০১০ এর বাস্তবায়ন নিয়ে সংশয় দেখা দিয়েছে। এক সময়ের দেশের প্রধান অর্থকরী ফসল পাট (সোনালী আঁশ) এর অতীত গৌরব ফেরাতে ও সেইসাথে পরিবেশবান্ধব দেশ গড়তে জনস্বাস্থ্য ও পরিবেশ বিরোধী প্লাস্টিক ও পলিথিনের ব্যবহার বন্ধে সংশ্লিষ্ট মন্ত্রনালয়ের অধিকতর গুরুত্ব আরোপ করা প্রয়োজন বলে মনে করেন অভিজ্ঞমহল।

জানা যায়, চুয়াডাঙ্গা জেলার দামুড়হুদা উপজেলায় এক সময় দেশের প্রথম সারির অর্থকরী ফসল সোনালী আঁশ খ্যাত পাটের ব্যাপক আবাদ হতো। দামুড়হুদায় উৎপন্ন পাটের মান অত্যন্ত ভাল হওয়ায় দেশের বিভিন্ন এলাকায় এর ব্যাপক চাহিদা ছিল। দামুড়হুদার হাট-বাজার ও বিভিন্ন অঞ্চল থেকে খুলনা, যশোর নওয়াপাড়া, দৌলৎপুর, রাজবাড়ী, ফরিদপুর, নারায়নগঞ্জসহ দেশের বিভিন্ন অঞ্চলে পাট চালান হতো। এছাড়াও দেশের বিভিন্ন অঞ্চলের ব্যপারীরা এসে দামুড়হুদার দর্শনা, দামুড়হুদা ও কার্পাসডাঙ্গা মোকাম থেকে পাট কিনে নিয়ে যেত। এক কথায় দামুড়হুদা তথা চুয়াডাঙ্গার পাটের ব্যাপক চাহিদা ছিল। কারণ হিসেবে জানা যায়, উন্নতমানের পাট উৎপাদনে এ অঞ্চলের মাটি ও পানি অত্যন্ত উপযোগী। দামুড়হুদার বটতলীর বিল, ভৈরব নদ, দলকা বিল, রায়সা বিল ও মাথাভাঙ্গা নদীর পানিতে জাগ দেওয়া পাটের আঁশ এবং রং অত্যন্ত ভাল মানের হওয়ায় তুলনামুলকভাবে এ পাটের চাহিদা ভাল। অন্যান্য স্থানের পাটের তুলনায় দামও সব সময় প্রতি মণে ৩০ টাকা থেকে ৫০ টাকা বেশি।

বেশ ক’বছর ধরে নানা অনিয়ম, অব্যাবস্থাপনা ও প্রতিকুল আবহাওয়াসহ ন্যায্যমূল্য না পেয়ে কৃষকের লোকসানের কারনে পাটচাষের পরিমান কমে গিয়েছিল। সম্প্রতি সরকার এক সময়ের দেশের প্রথম সারির অর্থকরী ফসল সোনালী আঁশ খ্যাত পাটের হারানো ঐতিহ্য ফেরাতে সেইসাথে পরিবেশ রক্ষায় পাট উৎপাদন ও পলিথিন, সিন্থেটিক এর পরিবর্তে পাটের ব্যবহারের প্রতি গুরুত্বারোপ করে বিভিন্ন পণ্য সংরক্ষন, পরিবহন ও বাজারজাত করতে পাটের তৈরি ব্যাগ ব্যাবহারের উপর বাধ্যবাধকতা আরোপ করে আইন পাশ করে। প্রশাসনিকভাবে আইনের প্রয়োগ শুরু করলে মানুষ পাটের ব্যাগ ব্যবহারের প্রতি উৎসাহিত হতে শুরু করে। সেইসাথে কৃষকরাও লাভের আশায় পাটের আবাদ বাড়িয়ে দেয়। তারই ফলশ্রুতিতে কৃষকরা গত বছর উপজেলার কৃষি বিভাগের নির্ধারিত লক্ষ্যমাত্রার চেয়ে ৩হাজার ২শ হেক্টর বেশি জমিতে পাটের আবাদ করে। কিন্তু পানির অভাবে পাট পঁচাতে সমস্যা, শ্রমিকের মূল্য বৃদ্ধি, সার-কীটনাশকসহ উৎপাদন খরচ বৃদ্ধি, সেই তুলনায় পাটের ন্যায্যমূল্য না পাওয়ায় অনেকেই লাভবান হতে পাটের আবাদ থেকে সরে এসে ধান ও নানারকম সবজির আবাদ করেছে। ফলে এবার পাট আবাদে উপজেলার কৃষি বিভাগের নির্ধারিত লক্ষ্যমাত্রা অর্জিত হয়নি।

উপজেলা কৃষি অফিস সূত্রে জানিয়েছে, চলতি মৌসুমে কৃষি বিভাগ উপজেলায় ১০হাজার ৪শ’ ৫০হেক্টর জমিতে পাট আবাদের লক্ষ্যমাত্রা নির্ধারন করে মাঠে নামে। সেক্ষেত্রে অর্জিত হয়েছে মাত্র ৭হাজার ৮শ’ ৯০হেক্টর জমি। যা লক্ষ্যমাত্রার চেয়ে ২হাজার ৫শ’ ৬০ হেক্টর কম। লক্ষ্যমাত্রা অর্জন না হবার কারন হিসাবে জানায়, পানির অভাবে পাট পঁচাতে সমস্যা, পাটের চেয়ে ধানের আবাদে লাভবান হওয়ায় গত বছর পাটের আবাদ করে কৃষকরা লাভবান হতে না পেরে এবার ওইসব জমিতে ধান ও নানারকম সবজির আবাদ করেছে। ফলে পাট আবাদের লক্ষ্যমাত্র পূরণ হয়নি।

পাটচাষীদের অনেকেই অভিযোগের সুরে বলেন, বাজারদরের উপর সংশ্লিষ্টদের নজরদারি না থাকায় পাট ওঠার মৌসুমে এক শ্রেনির ফড়িয়া ও ব্যবসায়ীরা সিন্ডিকেট করে পাটের দাম কমিয়ে রাখে। কৃষকের ঘর থেকে কৌশলে কমদামে পাট কিনে মহাজনদের ঘরে তুলে নিয়ে পাটের বাজারদর বাড়িয়ে দেয়। ফলে কৃষকরা ৫/৬ মাস ধরে টাকা খরচ করে মাথার ঘাম পায়ে ফেলে পাট উৎপাদন করে পাটের ন্যায্যমূল্য না পেয়ে লোকসানগ্রস্থ হলেও অল্প সময়ে স্বল্প পূঁজি খাটিয়ে মোটা অংকের লাভ করে ব্যাবসায়ীরা। তাই নির্ধারিত মূল্যে সরকারিভাবে পাট ক্রয়ের ব্যাবস্থা হলে ন্যায্যমূল্যে পাট বিক্রি করে কৃষকরা লাভবান হতে পারে।
পাট চাষের লক্ষ্যমাত্রা অর্জিত না হবার বিষয়ে উপজেলা কৃষি কর্মকর্তা সুফি মোঃ রফিকুজ্জামান বলেন, পানির অভাবে পাট পঁচাতে সমস্যা ও পাট আবাদে খরচের তুলনায় পাটের ন্যায্যমূল্য না পাওয়া সেইসাথে ধানের মূল্য ভাল পাওয়ায় ধান আবাদ করে লাভবান হওয়ায় কৃষকরা পাটের জমিতে ধানসহ বিভিন্ন সবাজির আবাদ করেছে। যে কারনে পাটচাষের লক্ষ্যমাত্রা পূরণ হয়নি।

সচেতনমহল মনে করেন, “বাংলার সোনালী আঁশ” খ্যাত পাটের পুরোনো ঐতিহ্য ফেরাতে এ খাতের নানা অনিয়ম দুর করে দেশে পাটজাত পণ্যের সর্বোচ্চ ব্যবহার নিশ্চিতকরণসহ সরকারি-বেসরকারিভাবে বিদেশে কাঁচা পাট ও পাটজাত পণ্য রপ্তানির ব্যপক উদ্যোগ নিতে হবে। এছাড়া এখন পর্যন্ত মোট ১৭টি পণ্যে পাটজাত মোড়কের ব্যাবহার বাধ্যতামুলক করা হলেও এখনও পোল্ট্রিফিড, সিমেন্টসহ নানা পণ্যে বিপুল সংখ্যক ক্ষতিকর প্লাষ্টিক ব্যবহার করা হচ্ছে। পর্যায়ক্রমে এসব পণ্যও পাটজাত মোড়ক ব্যবহারের আওতায় আনা দরকার।

এখনও পর্যন্ত উপজেলার দর্শনা রেলবন্দর দিয়ে ভারত থেকে আমদানিকৃত পণ্যের মোড়ক হিসাবে অবাধে লক্ষ লক্ষ প্লাষ্টিকব্যাগ দেশের অভ্যন্তরে প্রবেশ করছে যা অবিলম্বে বন্ধ করা প্রয়োজন। এ উদ্যোগ সফল হলে আবারও দেশের সোনালি আঁশ খ্যাত পাট ফিরে পাবে তার পুরোনো ঐতিহ্য। সেইসাথে একদিকে যেমন দেশের লক্ষ লক্ষ কৃষক পাটচাষ করে লাভবান হতে পারবে অপর দিকে পাট ও পাটজাত পণ্য বিদেশে রপ্তানি করে দেশ বিপুল পরিমান বৈদেশিক মুদ্রা অর্জনে সক্ষম হবে। যে অর্থ বর্তমানে দেশের চলমান নানা উন্নয়নমুলক কার্যক্রম আরোও ত্বরান্বিত করতে সহায়ক হবে।

বাংলা৭১নিউজ/জেএস

শেয়ার করুন

এ জাতীয় আরও সংবাদ
২০১৫-২০২৪ © বাংলা৭১নিউজ.কম কর্তৃক সকল অধিকার সংরক্ষিত।
Theme Dwonload From ThemesBazar.Com