দুই ঘণ্টার মধ্যে দাবি মানতে সরকারের প্রতি আল্টিমেটাম দিয়ে রাজধানীর শাহবাগে ‘ব্লকেড’ তুলে নিয়েছেন চাকরিচ্যুত বিডিআর সদস্যসহ ভুক্তভোগী পরিবারের সদস্য ও স্বজনরা।
বৃহস্পতিবার (৯ জানুয়ারি) বিকেল সাড়ে ৩টার দিকে তারা শাহবাগ মোড় থেকে কেন্দ্রীয় শহীদ মিনারে চলে যান।
এ সময় আন্দোলনকারীরা হুমকি দিয়েছেন যে, সরকার দুই ঘণ্টার মধ্যে দাবিগুলো মেনে না নিলে তারা আবার শাহবাগ মোড় অবরোধ করবেন।
আন্দোলনকারীরা শাহবাগ মোড় ত্যাগ করার পর ওই এলাকায় যান চলাচল স্বাভাবিক হয়েছে।
এর আগে বৃহস্পতিবার দুপুর সোয়া ১টায় ‘শাহবাগ ব্লকেড’ কর্মসূচি শুরু করা হয়। আন্দোলনকারীদের অনেককে রাস্তায় বসে ও শুয়ে থাকতে দেখা যায়। এ সময় সেখানে যান চলাচল ব্যাহত হয়।
আন্দোলনকারীদের দাবিগুলো হলো: পিলখানা হত্যাকাণ্ডের মামলায় কারাগারে থাকা সব বন্দির মুক্তি দিতে হবে। তাদের চাকরিতে পুনর্বহাল ও পুনর্বাসন করতে হবে এবং এ-সংক্রান্ত প্রজ্ঞাপনের ‘ঙ’ অনুচ্ছেদ বাতিল করতে হবে।
বাংলা৭১নিউজ/এসএইচ