বুধবার, ২৫ ডিসেম্বর ২০২৪, ১২:৩৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
সংস্কার শেষে নির্বাচনের দিকে যাবে সরকার: আসিফ মাহমুদ জাহাজে সাত খুন: বাগেরহাট থেকে ইরফান গ্রেফতার মোজাম্বিকে তিন শতাধিক বাংলাদেশির দোকান লুটপাট শুভ বড়দিন আজ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ১৫ চাঁদপুরে জাহাজে ৭ খুনের ঘটনায় মামলা প্রত্যেক ধর্মে শান্তির বাণী আছে, সেটা নিজের মধ্যে স্থাপন করতে হবে তুরস্কের সঙ্গে বাংলাদেশের বাণিজ্যিক সম্পর্ক বেশ গভীর জেলখানায় হত্যা: শেখ হাসিনা-জেল সুপারসহ ৬৩ জনের বিরুদ্ধে মামলা সাইবার সুরক্ষা অধ্যাদেশের খসড়ায় চূড়ান্ত অনুমোদন আয়কর রিটার্ন দাখিলের সময় আরও এক মাস বাড়ল কর্ণফুলীতে গোসল করতে নেমে দুই পর্যটক নিখোঁজ টঙ্গীতে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন এবার সিলেট সীমান্তে সাড়ে ৩ কোটি টাকার চোরাই পণ্য জব্দ দেশের স্বাধীনতা, দেশের স্বার্থ কারো কাছে বিক্রি করবো না: জামায়াত আমির ডিএমপিতে ট্রাফিক আইন লঙ্ঘনে ১৫২৯ মামলা রোহিঙ্গা ক্যাম্পে আগুনে কয়েকশ’ ঘর ভস্মীভূত, নিহত ২ গ্রিনল্যান্ড কিনতে চান ট্রাম্প, ক্ষেপল ডেনমার্ক! নারায়ণগঞ্জে নসিমনের ধাক্কায় দুই মোটরসাইকেল আরোহী নিহত দুদকের মামলায় গ্রেফতার সাবেক সচিব ইসমাইল

দাবি আদায়ে অনড়, চা শ্রমিকদের ধর্মঘট অব্যাহত

শ্রীমঙ্গল (মৌলভীবাজার) প্রতিনিধি
  • আপলোড সময় শুক্রবার, ২৬ আগস্ট, ২০২২
  • ১১৩ বার পড়া হয়েছে

দেশের ১৬৭টি চা বাগানের শ্রমিকদের ধর্মঘট ১৪তম দিনের মতো অব্যাহত রয়েছে। ১২০ টাকা থেকে বৃদ্ধি করে ৩০০ টাকা মজুরির দাবিতে চা শ্রমিকরা এই ধর্ম ঘটের ডাক দেয়। এর ফলে শ্রীমঙ্গলে ৩৮টিসহ মৌলভীবাজার জেলার ৯২টি চা বাগানের কাজ বন্ধ রয়েছে।

আজ শুক্রবার শ্রমিকদের সভা– সমাবেশ বা বিক্ষোভের মতো কোনো কর্মসূচি পালন করতে দেখা যায়নি। বাগান মালিকদের সঙ্গে আগামীকাল শনিবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার বৈঠকে বসার ঘোষণার পর এক ধরনের নীরব ধর্মঘট পালন করছেন শ্রমিকরা।

আজ শুক্রবার বেলা ১২টা পর্যন্ত শ্রীমঙ্গলের বিভিন্ন চা বাগান ঘুরে শ্রমিকদের তেমন একটা দেখা মেলেনি। বেশির ভাগ শ্রমিকই বাড়িতে রয়েছেন। তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বিভিন্ন জায়গায় শ্রমিকদের একত্রিত হয়ে নিজেদের মধ্যে পরবর্তী করণীয় নিয়ে আলোচনা করতে দেখা যায়।

বিভিন্ন পঞ্চায়েত নেতৃবৃন্দের সঙ্গে কথা বলে জানা যায়, তারা এখনো শ্রমিক ধর্মঘটে আছেন। প্রধানমন্ত্রীর সঙ্গে বাগান মালিকদের বৈঠকের ফলাফল দেখে পরবর্তী করণীয় ঠিক করবেন।

৩০০ টাকা মজুরির দাবিতে ৯ই আগস্ট থেকে চার দিন দুই ঘণ্টা করে কর্মবিরতি ও পরে ১৩ই আগস্ট থেকে সারা দেশে অনির্দিষ্টকালের জন্য ধর্মঘট পালন করে আসছেন চা শ্রমিকরা। প্রশাসনের সঙ্গে আলোচনা করে বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়নের কেন্দ্রীয় কমিটি ধর্মঘট প্রত্যাহার করলেও সেটা মানছেন না সাধারণ শ্রমিকেরা। আন্দোলন সফল করতে সড়ক, মহাসড়ক, রেলপথ অবরোধ করতে দেখা গেছে তাদের। দাবি আদায়ে গত কয়েক দিন ধরে বেশ উত্তাল ছিল চা বাগানগুলো।

এরই মধ্যে বৃহস্পতিবার রাতে খবর আসে প্রধানমন্ত্রী শেখ হাসিনা কাল শনিবার চা বাগানের মালিকদের সঙ্গে সভা করবেন। কাল শনিবার বিকেল চারটায় প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে এ সভা হবে বলে নিশ্চিত করেছেন প্রধানমন্ত্রীর সহকারী প্রেস সচিব এম এম ইমরুল কায়েস।
ভাড়াউড়া চা বাগানের নারী চা শ্রমিক সবিতা হাজরা বলেন, ১২০ টাকা মজুরি আর সামান্য রেশন দিয়ে খেয়ে না খেয়ে জীবন কাটে। ছেলে মেয়েদের পড়াশোনার খরচ বেড়েছে। বাজারে সব জিনিসের দাম বেড়েছে। এই অবস্থায় মজুরি বৃদ্ধির জন্য এত দিন ধরে আন্দোলন করছেন। এ কয় দিন আরও কষ্ট হয়েছে।

তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা মালিকদের কাছ থেকে আমাদের জন্য ভালো মজুরি এনে দেবেন। আমরা আর কারও ওপরে বিশ্বাস করি না। সবাই আমাদের নিয়ে খেলে। শুধু প্রধানমন্ত্রীকেই আমরা বিশ্বাস করি।

এদিকে চলমান সংকট নিরসনে শ্রীমঙ্গলস্থ বিভাগীয় শ্রম দপ্তরে শ্রম অধিদপ্তরের উপপরিচালক নাহিদুল ইসলামের আহ্বানে বৃহস্পতিবার বৈঠকে বসেন বেশ কয়েকজন বাগান পঞ্চায়েত নেতারা। সেখানে জেলা, উপজেলা ও থানা প্রশাসনের শীর্ষস্থানীয় কর্মকর্তারা উপস্থিত ছিলেন। কোনো ধরনের সিদ্ধান্ত ছাড়াই বৈঠকটি শেষ হয়।

বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়নের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক বিজয় হাজরা বলেন, আমরা সবাই প্রধানমন্ত্রীর মুখের দিকে তাকিয়ে রয়েছি। প্রধানমন্ত্রী যে সিদ্ধান্ত নেবেন, সাধারণ চা শ্রমিকেরা সেটাই মেনে নেবেন। এ জন্য অবশ্যই সবকিছু বিবেচনা করে একটি মানসম্মত মজুরি নির্ধারণ করবেন। আমাদের শেষ ভরসাস্থল থেকে এই আশাটুকু আমরা সবাই করছি।

এদিকে গতকাল দুপুরে দেশের বিভিন্ন ভ্যালীর চা বাগান পঞ্চায়েত প্রধানদের নিয়ে কালীঘাট চা বাগান নাটমন্দিরে অনুষ্ঠিত হয়। সেই সভা থেকে চলমান আন্দোলনকে এগিয়ে নিতে ও চা শ্রমিকদের অধিকার আদায়ের জন্য ‘বাংলাদেশ চা শ্রমিক অধিকার পরিষদ’ নামে একটি সংগঠনের আত্মপ্রকাশ করে। বৃহস্পতিবার বিকেলে কয়েক হাজার চা শ্রমিকের উপস্থিতিতে নতুন এ সংগঠনটির ঘোষণা দেন সংগঠনটির আহবায়ক মোহন রবি দাস। চা শ্রমিকদের ন্যায্য অধিকার ও চলমান আন্দোলনকে বেগবান করার জন্য নতুন এ সংগঠনটির জন্ম দেয়া হয়েছে। সেখানে আহবায়ক হিসেবে আছেন কালীঘাট চা বাগানের পঞ্চায়েত কমিটির সভাপতি অবান তাঁতী। পাশাপাশি নারী বিষয়ক নেত্রী হিসেবে আছেন বাংলাদেশ নারী চা কন্যা সংগঠনের সভাপতি খাইরুন আক্তার।

মোহন আরো জানান, দেশের সব চা বাগানের পঞ্চায়েত সভাপতি সম্পাদক এবং প্রতিটি চা বাগানের দুজন ছাত্র যুবককে নিয়ে এই সংগঠনের পূর্নাঙ্গ কমিটি শিগগিরই গঠন করা হবে।

বাংলা৭১নিউজ/এলকে

শেয়ার করুন

এ জাতীয় আরও সংবাদ
২০১৫-২০২৪ © বাংলা৭১নিউজ.কম কর্তৃক সকল অধিকার সংরক্ষিত।
Theme Dwonload From ThemesBazar.Com