শুক্রবার, ০৫ জুলাই ২০২৪, ০২:৪৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
মার্টিনেজের নৈপুণ্যে ইকুয়েডরকে হারিয়ে সেমিতে আর্জেন্টিনা প্রধানমন্ত্রীর আগমনে পদ্মা পাড়ে উৎসবের আমেজ সকালে বাস-ট্রাক সংঘর্ষে নিহত ৫ ইরানে দ্বিতীয় দফার প্রেসিডেন্ট নির্বাচন আজ যুক্তরাজ্যে নির্বাচনে টানা চতুর্থবার জিতলেন টিউলিপ সিদ্দিক এসসিও-র শীর্ষ সম্মেলনে নরেন্দ্র মোদী কেন গেলেন না? ব্রিটেনের নির্বাচন: লেবার পার্টির বিশাল জয়, সুনাকের পরাজয় প্রধানমন্ত্রীর সফরে দ্বিপাক্ষিক সম্পর্ক নতুন উচ্চতায় উত্তীর্ণ হবে ৬ ঘণ্টা পর শাহবাগ ছাড়লেন শিক্ষার্থীরা, নতুন কর্মসূচি ঘোষণা যুক্তরাজ্যের নির্বাচনে বাংলাদেশি বংশোদ্ভূত ৩৪ প্রার্থী শাহ্জালাল ইসলামী ব্যাংকের পরিচালক পর্ষদের ৩৮১তম সভা অনুষ্ঠিত রাজধানীতে ৯ কোটি টাকার খাসজমি উদ্ধার কাস্টমস কমিশনার এনামুলের ৯ কোটি টাকার সম্পত্তি ক্রোকের নির্দেশ ফেনীতে বেড়িবাঁধের ১০ স্থানে ভাঙন, ৪৬ গ্রাম প্লাবিত জুয়েলারি মেশিনারিজ প্রদর্শনীর উদ্বোধন করলেন বসুন্ধরা চেয়ারম্যান বান্দরবানে বেনজীরের সম্পত্তি জেলা প্রশাসনের তত্ত্বাবধানে খালেদার মুক্তি আন্দোলনে জনগণকে সম্পৃক্ত করতে পারেনি বিএনপি ভাতিজির বিয়েতে যাচ্ছিলেন এসআই, রাস্তায় ফেলে কোপাল দুর্বৃত্তরা কোটা আন্দোলনের কারণে রাজধানীজুড়ে তীব্র যানজট বিএনপি-জামায়াত বৃক্ষ ধ্বংস করে আর আওয়ামী লীগ রক্ষা করে : নিখিল

দাউদ আলাইহিস সালামের ভালোবাসার দোয়া

বাংলা৭১নিউজ,ডেস্ক:
  • আপলোড সময় বুধবার, ২৯ ডিসেম্বর, ২০২১
  • ২৬ বার পড়া হয়েছে

আল্লাহর ভালোবাসা তো সে-ই পায়; যে তাঁর ভালোবাসা চায়। যার প্রমাণ হজরত দাউদ আলাইহিস সালাম। তিনি মহান আল্লাহর ভালোবাসার কাতর ছিলেন। তিনি আল্লাহর কাছে তার ভালোবাসা পাওয়ার প্রার্থনা করতেন। নবিজী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের কাছেও এ দোয়াটি প্রিয় ছিল। তাইতো তিনি হাদিসে পাকে উম্মতে মুহাম্মাদির জন্য দোয়াটি তুলে ধরেছেন। কী সেই দোয়া?

কত চমৎকার ভালোবাসার দোয়া-ই না করেছেন হজরত দাউদ আলাইহিস সালাম! দোয়ার প্রতিটি বাক্যই মানুষকে প্রশান্তি এনে দেয়। হাদিসে পাকে এসেছে-

হজরত আবু দারদা রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেছেন, রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, ‘দাউদ আলাইহিস সালাম-এর দোয়াগুলোর মধ্যে একটি হলো এই যে, তিনি বলতেন-

اللَّهُمَّ إِنِّي أَسْأَلُكَ حُبَّكَ وَحُبَّ مَنْ يُحِبُّكَ وَالْعَمَلَ الَّذِي يُبَلِّغُنِي حُبَّكَ اللَّهُمَّ اجْعَلْ حُبَّكَ أَحَبَّ إِلَىَّ مِنْ نَفْسِي وَأَهْلِي وَمِنَ الْمَاءِ الْبَارِدِ

উচ্চারণ : ‘আল্লাহুম্মা ইন্নি আসআলুকা হুব্বাকা ওয়া হুব্বা মান ইউহিব্বুকা ওয়াল আমালাল্লাজি ইউবাল্লিগুনি হুব্বাকা; আল্লাহুম্মাঝআল হুব্বাকা উহাব্বা ইলাইয়্যা মিন নাফসি ওয়া আহলি ওয়া মিনাল মায়িল বারিদি।’

অর্থ : ‘হে আল্লাহ! আমি তোমার কাছে তোমার ভালোবাসা এবং যে তোমাকে ভালোবাসে তার ভালোবাসা চাই। আর এমন আমল করার সামর্থ্য চাই যা তোমাকে ভালোবাসা পর্যন্ত পৌঁছে দেবে। হে আল্লাহ! তোমার ভালোবাসাকে আমার নিজের জান-মাল, পরিবার-পরিজন ও ঠান্ডা পানির চেয়েও বেশি প্রিয় করে দাও।’

আল্লাহর ভালোবাসা লাভে এটি ছিল হজরত দাউদ আলাইহিস সালামের দোয়া। দোয়া ভাষা থেকে আরও একটি বিষয় স্পষ্ট যে, পয়গাম্বর হয়েও তিনি আল্লারহ ভালোবাসা পেতে কত উদগ্রীব ছিলেন!

উল্লেখ্য, রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের বর্ণনা থেকে আরও জানা যায় যে, হজরত দাউদ আল্লাইহিস সালাম সব লোকের চেয়ে সবচেয়ে বেশি ইবাদতকারী ছিলেন। যখনই হজরত দাউদ আলাইহিস সালামের আলোচনা আসতো; তখনই নবি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এ কথা বলতেন।

লক্ষ্যণীয় বিষয়

সবচেয়ে বেশি ইবাদতকারী ব্যক্তি হজরত দাউদ আলাইহিস সালামই যদি আল্লাহর ভালোবাসা পাওয়ার জন্য দরদমাখা ভাষায় বেশি বেশি দোয়া করতেন; তবে নবি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের তাগিদ দেওয়া দোয়াটি উম্মতে মুহাম্মাদির জন্য পড়া কতবেশি জরুরি?

সুতরাং মুমিন মুসলমানের উচিত, হাদিসের দিকনির্দেশনা মোতাবেক আল্লাহর ভালোবাসা পেতে দাউদ আলাইহিস সালামের এ দোয়াটি বেশি বেশি পড়া। হাদিসের উপর আমল করা।

আল্লাহ তাআলা মুসলিম উম্মাহকে হাদিসের উপর আমল করে আল্লাহর সর্বোচ্চ ভালোবাসা পাওয়ার তাওফিক দান করুন। আমিন।

বাংলা৭১নিউজ/এসএইচ

শেয়ার করুন

এ জাতীয় আরও সংবাদ
২০১৫-২০২৩ © বাংলা৭১নিউজ.কম কর্তৃক সকল অধিকার সংরক্ষিত।
Theme Dwonload From ThemesBazar.Com