কুমিল্লার দাউদকান্দি পৌরসভার নির্বাচন নিয়ে সরগরম হয়ে উঠেছে রাজনৈতিক মাঠ। বিশেষ করে বিএনপি’র একক প্রার্থী মাঠে নামায় আসন্ন নির্বাচনকে ঘিরে ভোটারদের মাঝে চলছে চুলচেরা বিশ্লেষণ ও আলোচনা-পর্যালোচনা।
এবারের নির্বাচন ইভিএম-এর মাধ্যমে অনুষ্ঠিত হবে, তাই ভোটারদের মধ্যে উৎসাহের পাশাপাশি প্রার্থীদের নিয়ে বিগতদিনের কর্মকান্ড উঠে আসছে আলোচনায়।
আওয়ামী লীগের মনোনীত প্রার্থী বর্তমান মেয়র এবং কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের কোষাধ্যক্ষ নাইম ইউসুফ সেইন অপরদিকে বিরোধী দল বিএনপির মনোনীত প্রার্থী পৌর বিএনপি সভাপতি নূর মোহাম্মদ সেলিম সরকার।
এদিকে স্বতন্ত্র প্রার্থী হওয়ার সম্ভাবনা রয়েছে সাবেক মেয়র ও আওয়ামী নেতা মরহুম আলম চৌধুরীর কন্যা তাসলিমা চৌধুরী সিমিন। তিনি যদি নির্বাচনে অংশ নেন তবে ভোটযুদ্ধ হবে ত্রিমুখি।
এখানে আগামী ১৪ ফেব্রুয়ারী নির্বাচন অনুষ্ঠান হবে। মনোনয়নপত্র দাখিল ১৭ জানুয়ারী। ১৯ জানুয়ারী যাচাই-বাছাই ও প্রত্যাহার ২৬ জানুয়ারী।
বাংলা৭১নিউজ/আরকে