চট্টগ্রামের মিরসরাইয়ে সড়কের পাশে দাঁড়িয়ে থাকা পিকআপ ও বেকারির পণ্য বহন করা দুটি ভ্যানে কাভার্ডভ্যানের ধাক্কায় দুজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও চারজন।
মঙ্গলবার (১৪ নভেম্বর) সকাল ১০টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সুফিয়া রোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন পিকআপচালক মিরসরাই পৌরসভার ১ নম্বর ওয়ার্ড তালবাড়িয়া এলাকার হাজি বাড়ির শহিদুল ইসলামের ছেলে ইকবাল হোসেন (৪৫) ও একই এলাকার হিঞ্জু মিকারের বাড়ির বখতেয়ার খানের ছেলে ভ্যানচালক মোহাম্মদ ফরিদ (৪২)।
আহতরা হলেন মিজানুর রহমান (৪০) ও শহিদুল ইসলাম (৩৮)। অন্য দুজনের পরিচয় পাওয়া যায়নি। আহতদের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, সকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সুফিয়া রোড় এলাকায় রাস্তার পাশে দাঁড় করানো ছিল গাছবোঝায় একটি পিকআপ ও কাজী বেকারির পণ্য বহন করা একটি ভ্যান। এসময় পরিবহন দুটিকে ধাক্কা দেয় চট্টগ্রামমুখী একটি কাভার্ডভ্যান। এতে ভ্যান ও পিকআপ দুমড়ে-মুচড়ে যায়। এতে ঘটনাস্থলেই মারা যান দুজন।
আহতদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে। ধারণা করা হচ্ছে, কাভার্ডভ্যান চালক চোখে ঘুমভাব নিয়ে গাড়ি চালাচ্ছিলেন।
জোরারগঞ্জ হাইওয়ে থানার ইনচার্জ সোহেল সরকার বলেন, কাভার্ডভ্যান চালককে আটক করা হয়েছে। মরদেহ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।
বাংলা৭১নিউজ/এসএইচ