বাংলা৭১নিউজ,(ময়মনসিংহ)প্রতিনিধি: ময়মনসিংহের ভালুকায় মাছবাহী ট্রাকের সঙ্গে মাছবাহী পিক-আপের সঙ্গে সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুইজন। শুক্রবার (৬ মার্চ) ভোরে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের উপজেলার মেহরাবাড়ি নামকস্থানে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন, ট্রাকের হেল্পার আজিল(২২)। তিনি নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার তালাককোর্ট গ্রামের আব্দুছ ছালামের ছেলে। অপরজন পিক-আপ যাত্রী রাজন(২৮)। তিনি নেত্রকোণা জেলার টাগরাকোটা গ্রামের শ্রী মানিকের ছেলে।
ভালুকা থানার ওসি মাইন উদ্দিন বলেন, সিলেট জেলার মধ্যনগর থেকে মাছ বোঝাই একটি ট্রাক ঢাকায় যাচ্ছিল। ট্রাকটি মেহেরবাড়ি আসতেই চাকা নষ্ট হয়ে যায়। ট্রাকের চাকা পাল্টানোর সময় তেলাপিয়া মাছবাহী একটি পিক-আপ এসে পেছনে ধাক্কা দিলে পিক-আপটির সামনের অংশ দুমড়ে মুচড়ে যায় এবং ট্রাকটি রাস্তার পাশে খাদে পড়ে যায়। এতে ট্রাকের হেলপার ঘটনাস্থলেই নিহত হন।
পরে খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে উপস্থিত হয়ে নিহত ও আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়ার পর আরও একজন মারা যান। গুরুতর আহত দুইজনকে ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) প্রেরণ করা হয়।
বাংলা৭১নিউজ/এবি