চট্টগ্রামের মীরসরাইয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকের সঙ্গে প্রাইভেটকারের ধাক্কায় দুই জন নিহত হয়েছেন।
বুধবার (২৬ জুলাই) সকাল ৬টার দিকে মীরসরাই এলাকার হাদিফকিরহাট বাজারে এই দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- প্রাইভেটকারের চালক মো. মাহবুব (৩৫) ও গাড়িতে থাকা যাত্রী মো. মাইনুদ্দিন (৩৭)।
কুমিরা হাইওয়ে থানার এসআই মো. শাহাদাৎ হোসেন দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, সকালে চট্টগ্রাম থেকে ঢাকার উদ্দেশ্যে যাচ্ছিল একটি প্রাইভেটকার। একই পরিবারের ৫ সদস্যকে নিয়ে প্রাইভেটকারটি মিরসরাই হাদিফকির হাট এলাকা অতিক্রম করার সময় নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা একটি পণ্যবোঝাই ট্রাককে পেছন থেকে ধাকা দেয়।
এতে দুই জন নিহত হন। আহত হয়েছেন পেছনের আসেন থাকা যাত্রী মাইনুদ্দিনের স্ত্রী মৌসুমী, দুই ছেলে মেজবা (৮) ও মাহাতাব (৫)। তাদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশ দুর্ঘটনা কবলিত গাড়ি দুটি জব্দ করেছে।
বাংলা৭১নিউজ/এসএইচবি