বাংলা৭১নিউজ, মংলা প্রতিনিধি : সুন্দরবন দস্যু বাহিনী নানা ভাই ও কোস্ট গার্ডের সাথে বন্দুক যুদ্ধের ঘটনা ঘটেছে। পরে ঘটনাস্থল থেকে অপহৃত ১১ জেলে কে উদ্ধার করে। এসময় দস্যু বাহিনীর ফেলে যাওয়া আগ্নেয়াস্ত্র এবং গুলিও উদ্ধার করেছে কোস্টগার্ড। অভিযান পরিচালনা করার সময় দস্যু দলের একটি স্থাপনা ধ্বংস করা হয়েছে।
কোস্টগার্ড পশ্চিম জোনের অপারেশন কর্মকর্তা লেঃ এম এইচ আই সিদ্দিক জানান, খুলনা জেলার কয়রা উপজেলার গোমসার ভাড়ানি খাল সংলগ্ন কাগাদোবেকী এলাকায় বৃহস্পতিবার বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে কোস্টগার্ড পশ্চিম জোনের সিজি বেইস মংলা ও সিজি স্টেশান যৌথভাবে অভিযান পরিচালনা করে।এসময় দস্যু নানা ভাই বাহিনীর সদস্যরা কোস্ট গার্ডকে সদস্যদের লক্ষ্য করে গুলি ছোড়ে। কোস্ট গার্ড সদস্যরাও পাল্টা গুলি করলে এক পর্যায় দস্যু বাহিনীর সদস্যরা পালিয়ে যায়। পরে ঘটনাস্থল হতে অপহৃত ১১ জন জেলে ও ২ টি নৌকা, ৫ টি অস্ত্র এবং ২২ রাউন্ড তাজা গোলা উদ্ধার করে।
উদ্ধারকৃত জেলেদের স্থানীয় ইউপি মে¤¦ারের কাছে হস্তান্তর করা হয়্। অভিযান উদ্ধারকৃত অস্ত্র ও তাজা গুলি কয়রা থানায় হ¯ান্তর করা হয় ।
বাংলা৭১নিউজ/জেএস