বাংলা৭১নিউজ, হিলি প্রতিনিধি : দেশ স্বাধীনের পর দিনাজপুরের বিরামপুর থেকে নবাবগঞ্জ পর্যন্ত রাস্তাটি অবহেলিত অবস্থায় পড়েছিল। খানা খন্দে ভরা। সেই দুর্দশাগ্রস্থ রাস্তা দিয়েই চলাচল করে কাঁচদহ ড. ওয়াজেদ মিয়া সেতু হয়ে রংপুর জেলা সহ নবাবগঞ্জের প্রায় ৩ লক্ষাধিক জনসাধারণ।
এলাকাবাসী জানায়, বিএনপি জামায়াত চার দলীয় ঐক্যজোট সরকারের আমলে রাস্তাটি আমলে নেয়নি কেউ। এর কারণে ভোগান্তি ছিল চরম। আওয়ামী লীগ সরকারের আমলে বিরামপুর থেকে নবাবগঞ্জ পর্যন্ত এ রাস্তাটির ১০ কিলোমিটারে প্রশস্তকরণ সহ কার্পেটিং কাজে বরাদ্দ দিয়েছে সড়ক ও জনপদ বিভাগ ১০ কোটি টাকা।
রাজশাহীর ঠিকাদারী প্রতিষ্ঠান এসএম বিল্ডার্স, মেসার্স এএস কনস্ট্রাকশন, মেসার্স ডন এন্টারপ্রাইজ রাস্তা নির্মাণের কাজটি পায় বলে দিনাজপুর সড়ক ও জনপদ বিভাগের নির্বাহী প্রকৌশলী মাসুম সরোয়ার জানান।
রাস্তাটির কাজ শুরু হওয়ায় এলাকাবাসীর মাঝে দেখা দিয়েছে আনন্দের বন্যা।
দিনাজপুর ৬ আসনের সংসদ সদস্য শিবলী সাদিক জানান, আওয়ামী লীগ সরকার উন্নয়নের সরকার। তার ক্ষমতা আমলে বৃহত্তর দিনাজপুর ৬ আসন নবাবগঞ্জ, বিরামপুর, হাকিমপুর, ঘোড়াঘাট উপজেলায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনা অনুযায়ী ও সরকারের নির্বাচনী ইসতেহার অনুযায়ী একের পর এক জনগুরুত্বপূর্ণ রাস্তাঘাট, ব্রিজ, কালভার্ট, শিক্ষা প্রতিষ্ঠানের ভবন, মসজিদ, মন্দির, গ্রামীণ পর্যায়ে ছোট-বড় কালভার্ট সেতু ও এলজিইডির মাধ্যমে পাকা রাস্তা নির্মাণের কাজ চলছে।
বাংলা৭১নিউজ/জেএস