বাংলা৭১নিউজ, পটুয়াখালী প্রতিনিধি: পটুয়াখালীর দশমিনা উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে উপজেলা পরিষদ চত্বরে ৩দিনব্যাপী ফলদ বৃক্ষ মেলার শুভ উদ্বোধন করা হয়েছে।
পটুয়াখালীর-৩ (দশমিনা-গলাচিপা) আসনের সংসদ সদস্য জনাব আ.খ.ম জাহাঙ্গীর হোসেন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মেলার শুভ উদ্বোধন করেন।
শনিবার বেলা ১১ টায় দশমিনা উপজেলা নির্বাহী আফিসার শুভ্রা দাস এর সভাপতিত্বে ফলদ বৃক্ষ মেলা অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান এ্যাড.শাখাওয়াত হোসেন(শওকত), ভাইস চেয়ারম্যান ফখরুজ্জামান বাদল, মহিলা ভাইস চেয়ারম্যান ডাঃ সামছুরনাহার খান ডলি, উপজেলা আ’লীগের সিনিয়র সহ-সভাপতি মোঃ- এ্যাড. আঃ আজিজ মিয়া, উপজেলা আ”লীগের সহ-সভাপতি কাজী আবুল কালাম, সাংগঠনিক সম্পাদক এ্যাড. উত্তম কুমার কর্মকার প্রমূখ।
৩ দিন ব্যাপী ফলদ বৃক্ষ মেলায় কৃষি সম্প্রসারণ অধিদপ্তরসহ ২২টি স্টল অংশ গ্রহন করে। এসময় উপজেলা পর্যায়ের কর্মকর্তা/কর্মচারী, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, রাজনীতিবিদ, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সংবাদকর্মী উপস্থিত ছিলেন।
বাংলা৭১নিউজ/জেএস