বাংলা৭১নিউজ, শেরপুর: বিএনপির ভাইস চেয়ারম্যান ও কৃষকদলের সাধারণ সম্পাদক শামসুজ্জামান দুদু বলেছেন, বিএনপি অবশ্যই নির্বাচনে যেতে চায়। সেজন্য নির্বাচনকালীন সহায়ক সরকারের ব্যবস্থা করতে হবে। দলীয় সরকারের অধীনে নির্বাচন বিএনপি মেনে নেবে না।
শনিবার বিকাল সাড়ে ৫টায় বগুড়ার শেরপুর বাসস্ট্যান্ডে বিএনপির দলীয় কার্যালয়ে উপজেলা কৃষকদলের প্রতিষ্ঠাতা সভাপতি সফিকুল ইসলাম সফিকের শোকসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
বিএনপির এ নেতা আরো বলেন, সহায়ক সরকারের অধীনে নির্বাচন দিতে সরকারকে বাধ্য করা হবে।
উপজেলা বিএনপির আহবায়ক জানে আলম খোকার সভাপতিত্বে সভায় কেন্দ্রীয় কৃষকদলের যুগ্ম সম্পাদক তকদির হোসেন জসীম, যুগ্ম সম্পাদক জামাল উদ্দিন খান মিলন, বিএনপির কেন্দ্রীয় সদস্য ও বগুড়া জেলা বিএনপির সভাপতি ভিপি সাইফুল ইসলাম, কেন্দ্রীয় বিএনপির সদস্য ও জেলা বিএনপির উপদেষ্টা মো. শোক রানা, জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি শাহ মো. মেহেদী হাসান হিমু, সাবেক সংসদ সদস্য নূর আফরোজ জ্যোতি, উপজেলা বিএনপির সদস্য সচিব পিয়ার হোসেন পিয়ার প্রমুখ বক্তব্য রাখেন।
অনুষ্ঠান পরিচালনা করেন উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক আরিফুর রহমান মিলন।
বাংলা৭১নিউজ/এন