বাংলা৭১নিউজ,ঢাকা: দলীয় প্রার্থীকে সমর্থন দিয়ে মনোনয়ন প্রত্যাহার করার কথা জানিয়েছেন ৩৯ নম্বর ওয়ার্ড জাতীয় পার্টির কাউন্সিলর প্রার্থী মো. আমির আলী।
মঙ্গলবার (৭ জানুয়ারি) দুপুরে ঢাকা উত্তর সিটি করপোরেশনের রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে মনোনয়ন প্রত্যাহার করতে এসে একথা বলেন তিনি।
তিনি বলেন, ৩৯ নম্বর ওয়ার্ড থেকে আমরা দুজন জাতীয় পার্টি থেকে মনোনয়ন কিনেছিলাম। দল বজলু মৃধাকে মনোনয়ন দিয়েছে। তাই এলাকায় নেতাকর্মীদের সঙ্গে বসে আলাপ-আলোচনা করে দলীয় সিদ্ধান্ত মেনে নিয়ে আমি আমার মনোনয়ন প্রত্যাহার করছি।
বাংলা৭১নিউজ/এফআর