সোমবার, ২০ মে ২০২৪, ০১:১৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
রাজধানীতে বিদ্যুৎস্পৃষ্টে ব্যবসায়ী নিহত বিশ্ব মেট্রোলজি দিবস আজ শিল্পী সমিতির সম্পাদক পদে ডিপজলের দায়িত্ব পালনে নিষেধাজ্ঞা তাপদাহে শিক্ষাপ্রতিষ্ঠানে ক্লাস পরিচালনায় নতুন নির্দেশনা দেশের ১১ অঞ্চলে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, বন্দরে সতর্ক সংকেত মাটি পরীক্ষা করে সার প্রয়োগ, আলোর মুখ দেখেছেন কৃষকরা চোর সন্দেহে যুবককে পিটিয়ে হত্যা ইরানের প্রেসিডেন্টের হেলিকপ্টার বিধ্বস্ত: রাইসি ছাড়াও নিহত হলেন যারা দেশের উন্নয়নে ৫ কৌশলে গুরুত্ব দিচ্ছে জাতিসংঘ রাইসির মৃত্যুতে ‘গভীরভাবে শোকাহত’ ভেনেজুয়েলার প্রেসিডেন্ট আজ থেকে ৬৫ দিন সাগরে মাছ ধরা বন্ধ টানা চতুর্থবার ইংলিশ প্রিমিয়ার লিগ চ্যাম্পিয়ন ম্যানসিটি ‘বিশ্বের উন্নত দেশগুলোকে বিনিয়োগে আকৃষ্ট করছে বাংলাদেশ’ ভোটের মাঠের নিরাপত্তায় প্রায় দুই লাখ আনসার-ভিডিপি সদস্য মোতায়েন হজ পালন করতে সৌদি পৌঁছেছেন ৩০৮১০ জন দ্বিতীয় দিনে ফের সড়ক অবরোধ অটোরিকশা চালকদের সঠিক ওজন ও পরিমাপ নিশ্চিতে বিএসটিআই নিরলস কাজ করে যাচ্ছে মানসম্মত পণ্য উৎপাদনে সরকার নানা পদক্ষেপ গ্রহণ করেছে হেলিকপ্টার দুর্ঘটনায় প্রেসিডেন্ট রাইসি ও পররাষ্ট্রমন্ত্রী নিহত ইসলামী ব্যাংকের সচেতনতা বিষয়ক ওয়েবিনার অনুষ্ঠিত

দলীয় কর্মীদের মনোবল ফেরাতে বৈঠকে প্রিয়াঙ্কা গান্ধী

বাংলা ৭১ নিউজ
  • আপলোড সময় বৃহস্পতিবার, ৬ জুন, ২০১৯
  • ৬৩ বার পড়া হয়েছে
কংগ্রেস সভাপতি রাহুল গান্ধীর পাশে বোন প্রিয়াঙ্কা গান্ধী।

বাংলা৭১নিউজ,ডেস্ক: লোকসভা নির্বাচনে ভরাডুবি৷ দেশ জুড়ে হারের মুখ দেখেছে হাত সিবির৷ নির্বাচনের ঠিক আগে প্রিয়াঙ্কা গান্ধীকে পূর্ব উত্তরপ্রদেশের সাধারণ সম্পাদক হিসেবে প্রচারে নামিয়েও কোনও ফল হয়নি৷ ফলে দলীয় কর্মীরা এই ভোটের ফলাফলে রীতিমত হতাশ৷

কিন্তু কেন এই ফলাফল? কোথায় খামতি? সেসব নিয়েই আলোচনায় বসতে চলেছেন কংগ্রেসের সাধারণ সম্পাদক প্রিয়াঙ্কা গান্ধী বঢরা৷ শুক্রবার প্রয়াগরাজে স্থানীয় কংগ্রেস নেতাদের নিয়ে বৈঠকে বসবেন প্রিয়াঙ্কা৷ বৈঠকের অ্যাজেণ্ডা হারের কারণ বিশ্লেষণ করে ত্রুটি বিচ্যুতিগুলো সামনে নিয়ে আসা৷

বৈঠকে উপস্থিত থাকবেন উত্তরপ্রদেশের ৪০ জন প্রতিনিধিত্ব করা প্রার্থী৷ ৪০ জেলার সভাপতি ও উত্তরপ্রদেশের কংগ্রেস সভাপতি৷ উত্তরপ্রদেশের বেশ কিছু অংশে কংগ্রেসের অন্তর্দ্বন্দ্ব প্রকাশ্যে এসেছে৷

সেই সব ফাটল জোড়া লাগানোর কাজ করতে পারেন কংগ্রেসের এই সাধারণ সম্পাদক বলে খবর৷ এছাড়াও কংগ্রেসের বিক্ষুব্ধ নেতাদের একটা তালিকা তৈরি করা হয়েছে৷ সেই নেতাদের সঙ্গে আলাদা করে কথা বলতে পারেন প্রিয়াঙ্কা৷

এদিকে, সাত থেকে নয়ই জুনের মধ্যে নিজের জেতা কেন্দ্র ওয়ানাড়ে যেতে পারেন কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী৷ সেখানে সাধারণ মানুষের সাথে কথা বলবেন তিনি৷ ধন্যবাদ জানাবেন তাঁকে জেতানোর জন্য৷ মানুষের অভাব অভিযোগ নিয়েও আলোচনা করার কথা রয়েছে তাঁর৷

সব মিলিয়ে যথেষ্ট চাপে কংগ্রেস শিবির৷ তাই কর্মীদের মনোবল ফেরাতে প্রিয়াঙ্কা গান্ধী ভোকাল টনিক দিতে পারেন৷ এর আগে লোকসভা নির্বাচনের ফলাফল প্রকাশের আগে বুথ ফেরত সমীক্ষা দেখে কর্মীদের চাঙ্গা করার বার্তা দিয়েছিলেন রাজীব তনয়া৷

দলীয় কর্মী সমর্থকদের উদ্দ্যেশে তিনি বলেছিলেন হতাশ হবেন না, ভেঙে পড়বেন না৷ এই ধরণের সমীক্ষাগুলিকে গুরুত্ব দেওয়ার দরকার নেই৷ আসল ফলাফল ভোটাররাই দেবেন৷ এক্সিট পোলের বেশিরভাগই ভুয়ো হয় বলে মত ছিল প্রিয়াঙ্কা গান্ধীর৷

প্রিয়াঙ্কার দাবি ছিল কংগ্রেসের মনোবল ভেঙে দেওয়ার জন্যই বিজেপি চক্রান্ত করে এই ধরণের বুথ ফেরত সমীক্ষাগুলি করিয়েছে৷ তাই তাঁর বার্তা কোনওভাবেই যেন প্ররোচনায় পা না দেওয়া হয়৷ কংগ্রেস কর্মীদের শক্ত থাকার পরামর্শ দিয়ে ছিলেন তিনি৷

লোকসভা ভোটে দলের ভরাডুবির দায়ভার নিজের কাঁধে নিয়ে সরে যেতে চাইছেন রাহুল গান্ধী৷ বেশ কয়েকদিন আগে থেকেই এই জল্পনা চলছিল যে পদত্যাগ করতে পারেন তিনি৷ তবে সেই খবর গুজব বলে উড়িয়ে দিয়েছিলেন কংগ্রেস শীর্ষ নেতারা৷

বাংলা৭১নিউজ/সূত্র: কলকাতা অনলাইন

শেয়ার করুন

এ জাতীয় আরও সংবাদ
২০১৫-২০২৩ © বাংলা৭১নিউজ.কম কর্তৃক সকল অধিকার সংরক্ষিত।
Theme Dwonload From ThemesBazar.Com