বাংলা৭১নিউজ, নাজিম বকাউল, বাংলা৭১নিউজ,প্রতিনিধি: ফরিদপুর জেলার বোয়ালমারী বাজারের বিশিষ্ট ব্যবসায়ী ভোলানাথ কুন্ডুকে মানসিক ভাবে দীর্ঘ বছর ধরে নির্যাতন চালিয়ে আসছে একই উপজেলার আবু বক্কার মোল্লার পুত্র মোঃ হাসান মোল্লা বলে অভিযোগ পাওয়া গেছে। সরোজমিনে গিয়ে জানা যায়, শত বছর ধরে বোয়ালমারী বাজারে বসবাস করে আসছে ভোলানাথ কুন্ডুর পরিবার। বাপ-চাচারা দীর্ঘদিন যাবৎ ব্যবসা করে আসার সুবাদে ওই ব্যবসাই এখন ধরে রেখেছেন তারা।
ভোলানাথ কুন্ডুদের পার্শ্ববর্তি প্লটটি ভুয়া দলিল বানিয়ে ক্রয় করেছে হাসান মোল্লা। প্লটটি এখন হাসান মোল্লার দখলে। এরসাথে ভোলানাথ কুন্ডুও দুই শতাংশ জমি জোরপূর্বক দখল করে রেখেছে মোঃ হাসান মোল্লা। দখলকৃত জমি মোঃ হাসান মোল্লাকে ছেড়ে দিতে বলায় প্রতিনিয়ত ভয়ভীতি দেখিয়ে আসছে এবং নির্যাতন করে আসছে।
মোঃ হাসান মোল্লা বছর পূর্বে পাশের প্লটটি মার্কেট নির্মান করার জন্য ভোলানাথের জমিসহ মাটি কেটে গর্ত করে কেটে রেখেছে। এখন আর মার্কেট নির্মাণ করছে না। এই নির্মাণ না করার কারণে ভোলানাথের ব্যবসা প্রতিষ্ঠানটি ভেঙ্গে পড়ছে। যেকোনো সময় বড় ধরণের দুর্ঘটনা ঘটতে পারে বলে দাবি করেন ভোলানাথ কুন্ডু। তিনি আরো জানান, একাধিকবার এই গর্ত পূরণ করার জন্য তাগিদ দিলেও হাসান মোল্লা কোনো তোয়াক্কা করছে না। নিরূপায় হয়ে ভোলানাথ কুন্ডু প্রতিকার চেয়ে বোয়ালমারী এসিল্যান্ডের নিকট একটি মানবিক আবেদনও করেন।
এ বিষয়ে মোঃ হাসান মোল্লার সাথে যোগাযোগ করলে তাকে পাওয়া যায়নি।
বাংলা৭১নিউজ/জেএস