শনিবার, ২৮ সেপ্টেম্বর ২০২৪, ০১:৩১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
দেশের উত্তরাঞ্চলে ভারী বৃষ্টি হতে পারে আজও আমার কথা বলে চাঁদা-সুবিধা আদায়ের চেষ্টা করলে পুলিশে দিন গুলশানে দুইজনকে গলাকেটে হত্যা আজ মধ্যরাতে ইন্টারনেট সেবা ৪ ঘণ্টা বিঘ্নিত হতে পারে বেঁচে আছেন হিজবুল্লাহ প্রধান দেড় ঘণ্টা অপেক্ষা করে হোটেলে ফিরেছেন শান্তরা ইসির ৩৫ কর্মকর্তাকে বদলি-পদায়ন নেতানিয়াহু মঞ্চে ওঠার সঙ্গে সঙ্গেই খালি জাতিসংঘের অধিবেশন কক্ষ জাতিসংঘে ড. ইউনূসের ভাষণ, যা বললেন ডুজারিক ভারত নিয়ে আলাদা করে কিছু বলতে চাই না: জামায়াত আমির ‘পানি বেড়ে তলিয়ে গেছে রাস্তাঘাট, অনেক কষ্টে আছি’ সাইবার মামলায় গ্রেফতার না করতে বলা হয়েছে: নাহিদ জান্তা সরকারের সংলাপের প্রস্তাব প্রত্যাখ্যান বিদ্রোহীদের বাসায় গ্যাস লিকেজ থেকে আগুন, শিশুসহ বাবা-মা দগ্ধ কী কারণে অভিনেত্রী উর্মিলার ৮ বছরের সংসার ভাঙছে? সাতক্ষীরায় ৭০ গ্রাম প্লাবিত, পানিবন্দি ৩০ হাজার পরিবার রাজবাড়ীতে বিএনপির দুই গ্রুপে সংঘর্ষ, সেনাবাহিনীর হাতে আটক ৩ সেনা কর্মকর্তা তানজিম হত্যা: আরও দুই আসামি গ্রেপ্তার বৈরুতে আবাসিক ভবনে ইসরায়েলের দফায় দফায় হামলা সাবেক প্রতিমন্ত্রী দারাসহ ৬০ জনের বিরুদ্ধে মামলা

দখলমুক্ত হলো সাতক্ষীরার প্রাণসায়ার খাল, অবৈধ স্থাপনা উচ্ছেদ

বাংলা ৭১ নিউজ
  • আপলোড সময় রবিবার, ২০ সেপ্টেম্বর, ২০২০
  • ৫৫ বার পড়া হয়েছে

বাংলা৭১নিউজ,(সাতক্ষীরা)প্রতিনিধি:সাতক্ষীরার শহরের প্রাণকেন্দ্রের মধ্য দিয়ে বয়ে যাওয়া প্রাণসায়র খালের দু’পাড়ের সকল অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছে সাতক্ষীরা জেলা প্রশাসন। জেলা প্রশাসন ১২ সেপ্টেম্বর হতে ১৯ সেপ্টেম্বর পর্যন্ত সাতদিন ধরে এ উচ্ছেদ অভিযান চালিয়ে মোট ২৫৩টি অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছে। এর আগে জেলা প্রশাসন মুজিব বর্ষ উপলক্ষ্যে চলতি বছরের শুরুতেই ‘ক্লিন সাতক্ষীরা, গ্রীন সাতক্ষীরা’ নামে অভিযান পরিচালনা করে। সে অভিযান কয়েকদিন চলার পর মহামারি করোনা পরিস্থিতির কারণে সাময়িকভাবে বন্ধ বন্ধ করে দেন।

চলতি বর্ষা মৌসুমে জেলা প্রশাসন সাতক্ষীরা শহরে জলবদ্ধতা নিরসনের লক্ষ্যে শহরের মাঝ দিয়ে প্রবাহিত প্রাণসায়ার খালের দুই ধারে গড়ে ওঠা এসব অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছে। জলবদ্ধতা থেকে সাতক্ষীরা শহরবাসিকে মুক্তি এবং প্রাণসায়ার খাল রক্ষায় জেলা প্রশাসনের পক্ষ থেকে শহরের সুলতানপুর বড়বাজার ব্রিজ সংলগ্ন এলাকা ও সাতক্ষীরা পানি উন্নয়ন বোর্ড সংলগ্ন এলাকার পিছন থেকে বুলডোজার দিয়ে এ অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান শুরু হয়।

এ উচ্ছেদ অভিযানে নেতৃত্ব দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ইন্দ্রজিৎ কুমার সাহা ও সাতক্ষীরা পানি উন্নয়ন বোর্ডের প্রকৌশলী রাশেদ রেজা বাপ্পি।

নির্বাহী ম্যাজিস্ট্রেট ইন্দ্রজিৎ কুমার সাহা বলেন, সাতক্ষীরা পানি উন্নয়ন বোর্ড সংলগ্ন এলাকা থেকে শহরের নারকেলতলা ব্রিজ পর্যন্ত প্রাণসায়ের খালের দু’ধারে রয়েছে- জেলা প্রশাসন, পানি উন্নয়ন বোর্ড ও সাতক্ষীরা পৌরসভার জায়গা। ইতোপূর্বে প্রাণসায়ের খাল পুনঃ খনন করার লক্ষ্য নিয়ে কয়েকবার খালের দু’ধারের অবৈধ স্থাপনা অপসারনের জন্য উচ্ছেদ অভিযান চালানো হয়েছে। কিন্ত সেসব অভিযানে আশানুরুপ ফল দেখা যায়নি।

এ প্রসংগে সাতক্ষীরার জেলা প্রশাসক এসএম মোস্তফা কামাল জানান, জেলা প্রশাসনের জায়গা জবর দখলকারিদের চিহ্নিত করে বুলডোজার দিয়ে তালিকাভূক্ত প্রাণসায়ার খালের জায়গা দখল করে গড়ে ওঠা ২৫৩টি অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। উচ্ছেদ অভিযান চলাকালে জেলা প্রশাসনের পদস্থ কর্মকর্তা ও আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।

বাংলা৭১নিউজ/এবিএমএমআর

শেয়ার করুন

এ জাতীয় আরও সংবাদ
২০১৫-২০২৩ © বাংলা৭১নিউজ.কম কর্তৃক সকল অধিকার সংরক্ষিত।
Theme Dwonload From ThemesBazar.Com