দক্ষিণ আফ্রিকার ওয়েস্টার্ন ক্যাপের উমঝুমখোলো শহরে সড়ক দুর্ঘটনায় সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি এক যুবকের মৃত্যু হয়েছে। নিহত আবদুল কাদের বাবুল (৩৮) নোয়াখালীর চাটখিল উপজেলার ২ নম্বর রামনারায়নপুর ইউনিয়নের বাসিন্দা।
দক্ষিণ আফ্রিকা প্রবাসী জাহাঙ্গীর জানান, গত মঙ্গলবার সকালে উমঝুমখোলো শহর থেকে দোকানের প্রয়োজনীয় মালামাল ক্রয় করে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হন আবদুল কাদের বাবুল। পরে তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে সেখানে সকাল ৯টার দিকে তার মৃত্যু হয়। বিষয়টি তার পরিবারকে অবহিত করা হয়েছে। তার মৃতদেহ দেশে আনার জন্য তারা প্রক্রিয়া শুরু করেছেন।
এদিকে তার মৃত্যুর খবর দেশে পোঁছলে স্বজনরা কান্নায় ভেঙে পড়েন। মাতৃহীন বাবুল ৮ বছর আগে জীবিকার তাগিদে সেখানে গিয়ে ব্যবসা শুরু করেন। বাড়িতে তার স্ত্রী, এক কন্যা ও ২ পুত্র সন্তান রয়েছে।
বাংলা৭১নিউজ/এসএইচ