বাংলা৭১নিউজ, ফেনী : দক্ষিণ আফ্রিকায় সন্ত্রাসীদের গুলিতে ফেনীর দাগনভূঞা উপজেলার এস এম শাকিল (২৭) নামে এক যুবক নিহত হয়েছেন।
বাংলাদেশ সময় রোববার রাত ৩টার দিকে দক্ষিণ আফ্রিকার বেলকন শহরে এ ঘটনা ঘটে।
শাকিল দাগনভূঞা বাজারের জামিল ফার্মেসির মালিক মোহাম্মদ বেলালের ছেলে।
মোহাম্মদ বেলাল জানান, দুই বছর আগে শাকিল আফ্রিকায় পাড়ি জমান। তিনি বেলকন শহরে ব্যবসাপ্রতিষ্ঠান গড়ে তোলেন। রোববার রাত ৩টার দিকে তার দোকানের মালামাল লুট করে নিয়ে যাওয়ার সময় শাকিল বাধা দেন। এ সময় সন্ত্রাসীরা তাকে গুলি করলে ঘটনাস্থলেই শাকিল নিহত হন। ২-৩ দিনের মধ্যেই লাশ দেশে নিয়ে আসা হবে।
বাংলা৭১নিউজ/এম