বাংলা৭১নিউজ, এস. এম. রাসেল, মাদারীপুর প্রতিনিধি: আমি দক্ষিণাঞ্চলের বিএনপি নেতাদের উদ্দেশ্যে করে বলছি আপনারা কেউ পদ্মা সেতু পার হয়ে ঢাকা যাবেন না। এবার আপনাদের নেত্রীর কথা একটু শুনুন। ২০৪১ সালের মধ্যে ৬০ হাজার মেগোয়াট বিদ্যৎ উৎপন্ন হবে। তখন দেশে কোন বিদ্যুতে ঘাটতি থাকবে না। শনিবার সন্ধ্যায় মাদারীপুরে উন্নয়ন মেলার সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে নৌ-পরিবহন মন্ত্রী শাজাহান খান এ কথা বলেন। তিনি আরো বলেন, একটি রাষ্ট্রের অভিভাবক হিসেবে রাষ্ট্রের যেমনি উন্নয়ন সম্ভব তেমনি আমাদের রাষ্ট্র প্রধান জননেত্রী শেখ হাসিনা বাংলাদেশের উন্নয়নে মাহাতি মোহাম্মদ হয়ে দেশের উন্নয়ন করে যাচ্ছে।
পদ্মা সেতু প্রসঙ্গে তিনি বলেন দক্ষিণাঞ্চলের মানুষের প্রাণের দাবী পদ্মা সেতু। বিশ্ব ব্যাংক যখন পদ্মা সেতুর কাজ থেকে মুখ ফিরিয়ে নিলেন। তখন জননেত্রী শেখ হাসিনা কারো কাছে মাথা নত না করে। কারো কাছে হাত না পেতে। নিজেদের টাকায় পদ্মা সেতু নির্মান করছে। বিএনপি নেত্রী খালেদা জিয়া প্রসঙ্গে নৌ-পবিহনমন্ত্রী শাজাহান খান এমপি বলেন তিনি নাকি ৩ বারের প্রধানমন্ত্রী অবশ্য একবার ১২ দিনের। বিএনপি নেত্রী তার নেতা-কর্মীদের মাঠে নামতে বললে কেউ এখন আর মাঠে নামে না। সন্ত্রাস, জ্বালাও -পোড়াও কেউ আর বিশ্বাস করে না।
বিএনপি নেত্রী খালেদা জিয়া বলেছেন, পদ্মা সেতু নির্মান কাজ জোড়া তালি দিয়ে চলছে। আপনারা কেউ এ সেতু দিয়ে পারাপার হবেন না। আমি দক্ষিণাঞ্চলের বিএনপি নেতাদের উদ্দেশ্যে করে বলছি আপনারা কেউ পদ্মা সেতু পার হয়ে ঢাকা যাবেন না। এবার আপনাদের নেত্রীর কথা একটু শুনুন। মাদারীপুর দিয়ে যখন ঢাকা থেকে ফিরবেন তখন জিজ্ঞেস করবো আপনারা পদ্মা সেতু পার হলেন কেন।
ফোর লেন প্রসঙ্গে মন্ত্রী বলেন আমাদের পাশ্ববর্তী বরিশালে ফোর লেন নেই। মাদারীপুরে যখন ফোর লেন প্রস্তাব দেই প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমার প্রস্তাবে রাজি হলেন। ৮ কি. মি. রাস্তা ফোর লেন করা হলো আর এই ফোর লেন রাস্তার নাম করণ করা হবে শেখ হাসিনা ফোর লেন। কারন তিনি না হলে ফোর লেন হতো না।
মাদারীপুরের জেলা প্রশাসক মোঃ ওয়াহিদুল ইসলাম এর সভাপতিত্বে উপস্থিত ছিলেন পুলিশ সুপার মোঃ সরোয়ার হোসেন, জেলা পরিষদের চেয়ারম্যান মুক্তিযোদ্ধা মোঃ মিয়াজ উদ্দিন খান, মাদারীপুর সদর উপজেলা চেয়ারম্যান পাভেলুর রহমান শফিক খান, মাদারীপুর পৌরসভার মেয়র মোঃ খালিদ হোসেন ইয়াদ, মাদারীপুর পৌরসভার সাবেক চেয়ারম্যান যুদ্ধাহত মুক্তিযোদ্ধা খলিলুর রহমান খান, কৃষকলীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মোঃ সাকিলুর রহমান সোহাগ প্রমুখ। পরে মেলায় অংশ গ্রহনকৃত স্টলের মাঝে পুরস্কার বিতরণ ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
বাংলা৭১নিউজ/জেএস