সোমবার, ০৬ মে ২০২৪, ০৩:১৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
রূপালী ব্যাংকে হিসাব খোলার মাইলফলক উদযাপন রোহিঙ্গা গণহত্যা মামলায় সহযোগিতার জন্য ওআইসি সদস্যদের প্রতি আহ্বান বাংলাদেশে ভোটের অধিকার প্রতিষ্ঠা করেছেন শেখ হাসিনা ‘আওয়ামী লীগের আমলে কোনো রাজনৈতিক হত্যাকাণ্ড হয়নি’ কক্সবাজারে পাহাড়ি ছড়ায় গোসলে নেমে দুই শিশুর মৃত্যু মিল্টনের আশ্রমের দায়িত্ব নিলো শামসুল হক ফাউন্ডেশন জেরুজালেমে আল জাজিরার কার্যালয়ে ইসরায়েলের অভিযান বিদেশ যাওয়ার অনুমতি পেলেন বিএনপি নেতা আমান সিরিয়াল অনুযায়ী মামলার শুনানি হবে: প্রধান বিচারপতি অবৈধ টিভি চ্যানেলের বাণিজ্যিক কার্যক্রম বন্ধের সিদ্ধান্ত অভিবাসন সংক্রান্ত অপতথ্য রোধে একত্রে কাজ করবে বাংলাদেশ-ইতালি স্ত্রীকে ভিডিও কলে রেখে ফাঁস নিলেন আনসার সদস্য সুনামগঞ্জে অব্যাহত বৃষ্টিতে বাড়ছে নদ-নদীর পানি জুডিশিয়াল সার্ভিস পরীক্ষার প্রিলির ফল প্রকাশ, উত্তীর্ণ ৬০৩ সিলেটে সাত সকালে কালবৈশাখীর তাণ্ডব সুন্দরবনের আগুন নিয়ন্ত্রণে, ধোঁয়া দেখলেই পানি স্প্রে চলে গেলেন ‘টাইটানিক’খ্যাত অভিনেতা বার্নার্ড হিল হামাসের হামলার জবাবে রাফায় ইসরায়েলের হামলা, নিহত ১৯ আগামী সাত দিন হতে পারে ‘বৃষ্টির সপ্তাহ’ রাজধানীতে বাস-পিকআপ মুখোমুখি সংঘর্ষে চালকসহ নিহত ২

থাই নির্বাচনে সেনাপন্থি দল বিশাল ব্যবধানে এগিয়ে

বাংলা ৭১ নিউজ
  • আপলোড সময় সোমবার, ২৫ মার্চ, ২০১৯
  • ৯৪ বার পড়া হয়েছে

বাংলা৭১নিউজ,ডেস্ক: জাতীয় নির্বাচনে অনেক ব্যবধানে এগিয়ে আছে সেনাবাহিনীপন্থি পালাং প্রাচা রাথ পার্টি। রোববার অনুষ্ঠিত নির্বাচনের শতকরা ৯০ ভাগেরও বেশি ভোট গণনা হয়েছে। তাতে এই দলটি ৭৬ লাখ ভোট পেয়েছে। বিরোধী দল বা সাবেক প্রধানমন্ত্রী থাকসিন সিনাওয়াত্রাপন্থি পুয়ে থাই পার্টির চেয়ে তারা ৫ লাখেরও বেশি ভোট পেয়েছে। থাকসিন সিনাওয়াত্রার সঙ্গে সম্পর্কযুক্ত এই দলটি। উল্লেখ্য, ২০০১ সাল থেকে প্রতিটি নির্বাচনে বিজয়ী হয়ে আসছিল থাকসিন সিনাওয়াত্রাপন্থি বা তার প্রতি অনুগত দলগুলো। এ খবর দিয়ে অনলাইন বিবিসি লিখেছে, ৫ বছর আগে সেনাবাহিনী দেশটির গণতান্ত্রিকভাবে নির্বাচিত সরকারের প্রধানমন্ত্রী ইংলাক সিনাওয়াত্রাকে ক্ষমতাচ্যুত করে। এরপর ৫ বছর ক্ষমতায় থাকার পর রোববার প্রথম নির্বাচন হয়েছে সেখানে।এতে অপ্রত্যাশিতভাবে এগিয়ে আছে সেনাবাহিনীপন্থি ওই দলটি।

আজ সোমবার এ নির্বাচনের ফল আনুষ্ঠানিকভাবে ঘোষণা হতে পারে। তবে বেসরকারি ফলে দেখা যাচ্ছে সেনাবাহিনীর প্রতি অনুগত দল পালাং প্রাচা রাথ পার্টি যে বিজয় পেয়েছে তাতে তারা বর্তমান প্রধানমন্ত্রী জেনারেল প্রায়ুত চান ওচার অধীনে একটি নতুন সরকার গঠন করতে পারবে। এ দলটির এমন ফলকে অপ্রত্যাশিত বলে বর্ণনা করা হচ্ছে। এর কারণ, তারা নির্বাচনে তৃতীয় শক্তিশালী দল হিসেবে আবির্ভূত হতে পারে বলে প্রাথমিকভাবে পূর্বাভাষ দেয়া হয়েছিল। দেশটিতে ৫ কোটির বেশি বৈধ ভোটার রয়েছেন। তবে নির্বাচনে তাদের মধ্য থেকে শতকরা ৬৪ ভাগ মানুষ ভোট দিয়েছেন।

নির্বাচিত সরকারকে ক্ষমতাচ্যুত করার ফলে দেশটিতে রাজনৈতিক অস্থিরতা বিরাজমান। ইংলাক সিনাওয়াত্রাকে ২০১৪ সালে ক্ষমতাচ্যুত করার পর সেনাবাহিনী প্রতিশ্রুতি দিয়েছিল শৃংখলা ও গণতন্ত্র ফেরানোর। কিন্তু তারা বার বার নির্বাচন স্থগিত করেছে। এবার নির্বাচনের আগে শনিবার রাতে দেশবাসীর উদ্দেশে একটি বিবৃতি দেন রাজা মাহা বাঝিরালংকর্ন। এতে তিনি ভোটগ্রজণকালে শান্তি ও শৃংখলা বজায় রাখতে সবার প্রতি অনুরোধ করেন। তিনি ভাল মানুষদের সমর্থন দেয়ার আহ্বান জানান।
এই নির্বাচনকে দেখা হচ্ছিল সেনাবাহিনীর প্রতি অনুগত ও সাবেক প্রধানমন্ত্রী থাকসিন সিনাওয়াত্রার প্রতি অনুগত দলগুলোর লড়াই হিসেবে। থাকসিন সিনাওয়াত্রাকে ২০০৬ সালে রক্তপাতহীন এক সামরিক অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত করা হয়। ক্ষমতা অপব্যবহারের অভিযোগে অভিযুক্ত হন তিনি। ফলে স্বেচ্ছা নির্বাসনে চলে যান থাকসিন সিনাওয়াত্রা। দেশের বাইরে অবস্থান করলেও এখনও রাজনীতিতে তার রয়েছে উল্লেখযোগ্য প্রভাব। তার ব্যাপক ভক্ত রয়েছেন গ্রামীণ এলাকায়।

এবার নির্বাচনে আরো যেসব প্রথম সারির রাজনৈতিক দল ছিল মাঠে তার মধ্যে সাবেক প্রধানমন্ত্রী অভিজিত ভেজাজিভার নেতৃত্বাধীন ডেমোক্রেটস, তরুণ বিলিয়নিয়ার থানাটর্ন জুয়াংরুংরুংকিটের নেতৃত্বাধীন নতুন গড়ে ওঠা ফিউচার ফরোয়ার্ড পার্টি অন্যতম।

বাংলা৭১নিউজ/এমআদ

শেয়ার করুন

এ জাতীয় আরও সংবাদ
২০১৫-২০২৩ © বাংলা৭১নিউজ.কম কর্তৃক সকল অধিকার সংরক্ষিত।
Theme Dwonload From ThemesBazar.Com