বাংলা৭১নিউজ,ঢাকা: ভারতের ত্রিপুরা থেকে নতুন করে বাংলাদেশ সরকার আর বিদ্যুৎ আমদানি করবে না।
সোমবার রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে বিদ্যুৎ খাতে সহযোগিতাসংক্রান্ত বাংলাদেশ-ভারত যৌথ পরিচালনা কমিটির বৈঠকে এ সিদ্ধান্ত হয়।
বৈঠকে বাংলাদেশ প্রতিনিধিদলের নেতৃত্ব দেন বিদ্যুৎ সচিব ড. আহমদ কায়কাউস।
আর ভারতের প্রতিনিধিদলের নেতৃত্ব দেন ভারতের বিদ্যুৎ সচিব সুভাষ চন্দ্র গার্গ।
ভারতের বিদ্যুৎ সচিব সুভাষ চন্দ্র গার্গ বলেন, আমরা আশা করছি- দ্রুত রামপাল বিদ্যুৎকেন্দ্র উৎপাদনে আসবে। তবে কবে নাগাদ উৎপাদনে আসবে সেটি তিনি জানাননি।
বাংলা৭১নিউজ/পিআর