বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আওয়ামী লীগ ত্রাস করে ক্ষমতায় যায়, এটা তাদের স্বভাব। আওয়ামী লীগ আবারও একই অবস্থা তৈরি করে আগামী নির্বাচন করে ক্ষমতায় যাওয়ার পরিকল্পনা করছে।
শুক্রবার (২০ মে) সকালে ঠাকুরগাঁও বিএনপি কার্যালয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল জেলা শাখার আয়োজিত মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।
‘বিএনপি র্যাগিং করে করে ক্ষমতায় আসে’ এ কথার বিরোধিতা করে বিএনপি মহাসচিব বলেন, আওয়ামী লীগ কাউকে ছাড় দেয়নি। এর আগে ১৯৭৩ সালে ব্যালট বক্স হেলিপ্যাডে ঢাকায় নিয়ে এসেছে। নয়টি আসন আওয়ামী লীগ জোর করে নিয়েছে। এভাবেই তারা ক্ষমতাকে নিরঙ্কুশ করতে চায়।
তিনি আরও বলেন, গত ১৪ বছর ধরে সবকিছু পরির্বতন করে আওয়ামী সংবিধানে পরিণত করেছে সরকার। সংবিধান পরিবর্তন করেও জনগণের ক্ষমতাও তারা নিয়ে গেছে।
মির্জা ফখরুল আরও বলেন, আওয়ামী লীগ একদলীয় বাকশাল প্রতিষ্ঠা করেছিল। তাদের মুখে যখন গণতন্ত্রের কথা শুনি, তখন হাস্যকর পরিস্থিতিতে দাঁড়ায়। এটা প্রতারণা ছাড়া কিছু নয়।
তিনি বলেন, বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে পদ্মা সেতু থেকে টুস করে ফেলে দেওয়ার কথা বলেছেন। তা নিন্দনীয়। এমন কথা বলা থেকে বিরত থেকে দেশ যেভাবে খারাপের দিকে যাচ্ছে তা সমাধানে উদ্যোগ নেওয়ার আহ্বান জানান ফখরুল।
বাংলা৭১নিউজ/এবি