বাংলা৭১নিউজ,(দিনাজপুর)প্রতিনিধিঃ ত্রাণের দাবিতে দিনাজপুর-রংপুর মহাসড়ক অবরোধ করে রেখেছেন ত্রাণ বঞ্চিতরা। সোমবার (২৭ এপ্রিল) সকাল ৮টা থেকে দিনাজপুর সদর উপজেলার দিনাজপুর-রংপুর মহসড়কের দরবারপুরে অবস্থান নিয়েছেন তারা। দুপুরে দিনাজপুর সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শাহরিয়ার রহমান ঘটনাস্থলে গিয়ে বিক্ষুব্ধদের শান্ত করার চেষ্টা করছেন। সেনা সদস্যরাও সেখানে উপস্তিত হয়েছেন।
বিক্ষুব্ধ ত্রাণ বঞ্চিতরা অভিযোগ করে বলেন, সদর উপজেলার ২নং সুন্দরবন ইউনিয়নের চেয়ারম্যান অশোক কুমার রায় নিজের আত্মীয়দের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করেছেন। অথচ আমরা না খেয়ে আছি। আমাদের এখন পর্যন্ত কোনো ত্রাণ দেয়া হয়নি। আমাদের জীবন চলে গেলে যাক, কিন্তু আমরা ত্রাণ চাই।
এ সময় সহকারী কমিশনার (ভূমি) শাহরিয়ার রহমানের ওপর চড়াও হন উত্তেজিত এলাকাবাসী। ঘটনাস্থলে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মাগফুরুল হাসান আব্বাসী, উপজেলা চেয়ারম্যান মো. ইমদাদ সরকার উপস্থিত হয়েছেন। তারা পরিস্থিতি শান্ত করার চেষ্টা করছেন।
বাংলা৭১নিউজ/এমএ