বাংলা৭১নিউজ,ডেস্ক: আমাদের ত্বকের প্রধান সমস্যাগুলোর অন্যতম রোদে পোড়া, কালচে দাগ, ছোপ ছোপ দাগ, রুক্ষতা ও ব্রণ। এগুলোর জন্য যত ধরনের ক্রিম বা ওষুধ রয়েছে তার মধ্যে অল্প হলেও কেমিক্যাল থাকে। তাই অনেক সময় তা হিতে বিপরীত হয়ে যায়। তাই বিশেষজ্ঞরা সব সময় বাসায় তৈরি ফেসপ্যাকের ও প্রাকৃতিক জিনিস দিয়ে রুপচর্চার পরামর্শ দিয়ে থাকেন।
আয়ুর্বেদিক সব চিকিৎসার প্রধান সুবিধা হচ্ছে এতে কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেই। মানুষ সবচেয়ে বেশি সুস্থ থাকতে পারে প্রাকৃতিক জিনিস ব্যবহার করেই। আর এমনই একটি ফেসপ্যাকের কথা আমরা জানবো যা সাইড ইফেক্টবিহীন, কিন্তু কার্যকরী।
আমাদের বাড়িতে কমবেশি নিম ও তুলসী গাছ থাকে। আর এই নিম ও তুলসীর প্যাক হতে পারে ত্বকের সমস্যা সমাধানে আদর্শ উপাদান। কালো দাগসহ রুক্ষতা দূর করার সাথে সাথে ত্বক সুস্থ রাখতেও এদের বিকল্প নেই। জীবাণুনাশ করে নিমপাতা আর এন্টি ব্যাকটেরিয়াল হিসেবে কাজ করে তুলসী।
আলাদা আলাদা করে কিছু তুলসি ও নিমপাতা নিয়ে ছাড়িয়ে ধুয়ে নিয়ে রোদে শুকিয়ে নিতে হবে। পাতা যখন হালকা বাদামি রঙ ধারণ করবে তখন ঘরে নিয়ে আসুন। এরপর ব্লেন্ডারে দিয়ে ভালো করে ব্লেন্ড করে নিন। এবার একটি পাত্রে দুই চামচ তুলসী গুঁড়ো ও দুই চামচ নিমপাতার গুঁড়োর সাথে এক চামচ মুলতানি মাটি মিশিয়ে নিন। এবার এতে খুব অল্প অল্প করে গোলাপজল মেশান। একবারে বেশি দিতে গেলে মিশ্রণ পাতলা হয়ে যেতে পারে। চামচ দিয়ে নেড়ে ভালো করে মিশ্রণটি ফেটিয়ে নিন। খেয়াল রাখবেন যেন ঘন হয়।
ক্লিনজার বা ফেসওয়াশ দিয়ে মুখ ধুয়ে শুকিয়ে নিন। তারপর এই প্যাকটি মুখে, ঘাড়ে, গলায় এবং গলার নিচ পর্যন্ত লাগিয়ে নিন ভালো করে। মিনিট বিশেক অপেক্ষা করতে হবে শুকানোর জন্য। শুকিয়ে এলে হাতে পানি নিয়ে ম্যাসেজ করে করে তুলে ফেলুন। তারপর ঠান্ডা পানি দিয়ে ধুয়ে পরিষ্কার করে নিন। মুখ শুকিয়ে গেলে ভালো কোন ময়েশ্চারাইজার লাগিয়ে নিন। সপ্তাহে দুই বার ব্যবহ্যার করলে ভালো ফল পাবেন। কালো দাগ তো দূর হবেই ত্বকও হবে কোমল। নিয়মিত ব্যবহারে পার্থক্যটা নিজেই টের পাবেন।
বাংলা৭১নিউজ/জেড এইচ