চট্টগ্রামের সীতাকুণ্ডে তেলের ডিপোতে আগুন লেগে মুহূর্তেই পুড়ে ছাই হয়ে গেছে ১৫টি দোকান। রোববার (২৬ জানুয়ারি) দিবাগত রাত ১২টার দিকে উপজেলার সলিমপুর ইউনিয়নের বাংলাবাজার এলাকার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাশে টিএন্ডটি রোডের সামনে এ ঘটনা ঘটে। পরে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
স্থানীয় সূত্রে জানা গেছে, রাত ১২টার দিকে উপজেলার সলিমপুর ইউনিয়নের বাংলাবাজার এলাকার টিএন্ডটি রোডের সামনে ওয়াজেদ মার্কেটের পাশে তেলের ডিপোতে হঠাৎ আগুন দেখতে পায় স্থানীয়রা। তাৎক্ষণিক স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করলেও মুহূর্তেই ছড়িয়ে পড়ে আগুন। এতে প্রায় ১৫টি দোকান পুড়ে যায়।
দোকানগুলোর মধ্যে রয়েছে, ফার্নিচারের শোরুম, স্টেশনারি, গার্মেন্টসের ঝুট, বেশ কয়েকটি চায়ের দোকান, তেলের ডিপো, রড সিমেন্টের দোকানসহ বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান।
ওয়াজেদ মার্কেটের মালিক জহির বলেন, প্রত্যক্ষদর্শীদের তথ্য অনুযায়ী তেলের ডিপো থেকে আগুনের সূত্রপাত হয়। এতে প্রায় ১৫টি দোকান পুড়ে যায়।
কুমিরা ফায়ার সার্ভিসের সিনিয়র কর্মকর্তা আল মামুন বলেন, খবর পেয়ে কুমিল্লা ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে যায়। আগুনের তীব্রতা ব্যাপক আকার ধারণ করায় বায়োজিদ এলাকা থেকে আরও দুটি ইউনিট যায়।
বাংলা৭১নিউজ/এসএইচ