বাংলা৭১নিউজ,(পঞ্চগড়) প্রতিনিধি: হেযবুত তওহীদের ৬ দফা দাবীতে পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলা পিকনিক কর্ণার হলরুমে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। বৃহস্পতিবার দুপুরে তেঁতুলিয়া উপজেলা শাখা হেযবুত তওহীদের এ সংবাদ সম্মেলনের আয়োজন করেন।
হেযবুত তওহীদের বিরুদ্ধে সীমাহিন অপপ্রচার হত্যার হুমকি, হামলার উস্কানী ও ফতোয়া দিয়ে দাঙ্গা সৃষ্টির ষড়যন্ত্রকারীদের অবিলম্বে গেফতারের দাবীতে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।
সংবাদ সম্মেলনে হেযবুত তওহীদের পঞ্চগড় জেলা সভাপতি মো: আবু সাইদ, সাধারন সম্পাদক মামুনুর রশিদ, পঞ্চগড় সদর উপজেলার সভাপতি আব্দুল কাদের উপস্থিত ছিলেন।
পঞ্চগড় জেলা হেজবুত তাওহিদ এর সভাপতি প্রশাসনকে দোষারোপ করে বলেন, আমরা আইন শৃংখলা বাহিনীর কোন সহযোগীতা পাচ্ছি না। এক শ্রেণীর আলেম-ওলামাদের হুমকিতে আমরা আতঙ্কিত। হেযবুত তাওহীদ এর বিরুদ্ধে ষড়যন্ত্রমুলক সীমাহীন অপপ্রচার, হত্যার হুমকি, হামলার হুমকি ও উস্কানি দিয়া দাঙ্গা সৃষ্টির ষড়যন্ত্রকারীদের অবিলম্বে গ্রেফতারের দাবি জানায়।
বাংলা৭১নিউজ/একে