বাংলা৭১নিউজ,(তেঁতুলিয়া)প্রতিনিধি: জানুয়ারি মাস শেষ হয়ে ফেব্রুয়ারি এলেও দেশের উত্তরাঞ্চলের মানুষের ঠাণ্ডায় ভোগান্তি যেন কমছেই না। এর মধ্যেই পঞ্চগড়ের তেঁতুলিয়ায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে।
আজ বৃহস্পতিবার সকালে ৬ দশমিক ৫ ডিগ্রি রেকর্ড করা হয় পঞ্চরের তেঁতুলিয়ায়। তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা রহিদুল ইসলাম গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।
এর আগে গতকাল বুধবার দেশের মধ্যে সর্বনিম্ন তাপমাত্রা ৬ দশমিক ৬ ডিগ্রি রেকর্ড করা হলেও এক দিনের ব্যবধানে তা দশমিক ১ ডিগ্রি কমে আজ ৬ দশমিক ৫ ডিগ্রি রেকর্ড করা হয়।
বাংলা৭১নিউজ/আরএস