পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ট্রাকের ধাক্কায় উজ্জল হোসেন (৩৩) নামে ওষুধ কোম্পানির এক প্রতিনিধি নিহত হয়েছেন।
মঙ্গলবার (২১ ফেব্রুয়ারি) সকালে তেঁতুলিয়া উপজেলার দেবনগর ইউনিয়নের মাগুড়মারি এলাকায় পঞ্চগড়-তেঁতুলিয়া মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহত উজ্জল রাজশাহীর চারঘাট উপজেলার বর্কতুর নন্দনগাছি গ্রামের জামাল উদ্দীনের ছেলে। তিনি একটি ওষুধ কোম্পানির স্থানীয় বিক্রয় প্রতিনিধি পদে চাকরি করায় তেঁতুলিয়ায় বাসা ভাড়া নিয়ে থাকতেন।
পুলিশ ও স্থানীয়রা জানায়, কোম্পানির মিটিংয়ে যোগ দিতে তিনি তেঁতুলিয়া থেকে মোটরসাইকেলে দিনাজপুরে যাচ্ছিলেন। মাগুড়মারি এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা তেঁতুলিয়াগামী একটি ট্রাক মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা তাকে তেঁতুলিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
তেঁতুলিয়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকির হোসেন বলেন, দুর্ঘটনায় জড়িত ট্রাকটি ঘটনার পরেই পালিয়ে যায়। শনাক্তের চেষ্টা চলছে। এছাড়া নিহতের পরিবারকে খবর দেওয়া হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হবে।
বাংলা৭১নিউজ/এসএইচ