তৃতীয় দফায় বিএনপি-জামায়াতের ডাকা ৪৮ ঘন্টার অবরোধে চট্টগ্রামে বিভিন্ন স্থানে ঝটিকা মিছিল করেছে বিএনপির নেতাকর্মীরা।
বুধবার (৮ নভেম্বর) সকালে নগরীর পাহাড়তলী পুলিশ বিট-রেলগেইট এলাকার সড়কে টায়ার জ্বালিয়ে স্লোগান দিতে দেখা যায় বিএনপি নেতাকর্মীদের। একইভাবে বায়েজিদ বোস্তামী এলাকায় মিছিল করেছে যুবদল, ছাত্রদলের নেতাকর্মীরা। নগরীর জিইসি মোড় সংলগ্ন পূ্র্বকোণের সামনেও সকালে ঝটিকা মিছিল করেছে বিএনপি। এতে চট্টগ্রাম মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক মো. শাহ আলম মিছিলটিতে নেতৃত্ব দেন। তাছাড়া খুলশী এলাকায় ব্যানার নিয়ে মিছিল করেছে বিএনপির নেতাকর্মীরা। ওই মিছিলে নেতৃত্ব দেন আরেক যুগ্ম আহ্বায়ক এস কে খোদা তোতন।
তবে অবরোধের প্রথম দিনে জনজীবন স্বাভাবিক রয়েছে। আগের অবরোধের তুলনায় নগরীতে যানবাহনও বেশি থাকলেও যাত্রী সংখ্যা কম। চট্টগ্রাম থেকে দূরপাল্লার বাসগুলো ছেড়ে যাচ্ছে। চট্টগ্রাম রেলস্টেশন থেকে সময়সূচি অনুযায়ী ঢাকা-সিলেটের বিভিন্ন ট্রেন আসা যাওয়া করছে।
অন্যদিকে নগর বিএনপির কার্যালয়ে কোন নেতাকর্মীর অবস্থান দেখা যায়নি। ঝটিকা মিছিল করলেও পুলিশের উপস্থিতি টের পেয়ে দ্রুত সরে যান অবরোধ সমর্থকরা। অন্যদিকে নগরীর বিভিন্ন পয়েন্টে শান্তি ও উন্নয়ন সমাবেশ করছে আওয়ামী লীগ।
সিএমপির অতিরিক্ত উপ কমিশনার (দক্ষিণ) নোবেল চাকমা বলেন, নগরীর দক্ষিণ বিভাগের গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে পুলিশ মোতায়েন আছে। পুলিশ সতর্ক অবস্থানে রয়েছে। এখানে সকাল থেকে কোন পিকেটিংয়ের খবর পাওয়া যায়নি। কোথাও অপ্রীতিকর ঘটনা ঘটেনি। সড়কে যান চলাচলও স্বাভাবিক রয়েছে।
বাংলা৭১নিউজ/এসএইচ