তুষাবৃত হয়ে পড়েছে পবিত্র জেরুজালেম নগরী। গত কয়েক দিন যাবত আল আকসা মসজিদের পুরো প্রাঙ্গণ সাদা বরফ ও তুষারে ছেয়ে আছে। এমন দৃশ্য কয়েক বছরের মধ্যে দেখা যায়নি।
সন্ধা থেকে তুষারপাত শুরু হলেও রাত গভীর হতে হতে পুরো শহরের রাস্তা-ঘাট তুষাড়ে ছেয়ে যায়। ফলে স্বাভাবিক জীবনযাত্রা ও যান চলাচল বেশ বাধাগ্রস্ত হয়।
সামাজিক যোগাযোগ মাধ্যমে মসজিদ আকসার তুষারাবৃত চত্বরের দৃশ্য ছড়িয়ে পড়ে। মসজিদ চত্বরে ধারণকৃত ভিডিওতে শিশু-কিশোরদের বরফ নিয়ে খেলা করতে দেখা যায়।
এদিকে ফিলিস্তিনের আবহাওয়া অধিদপ্তর পবিত্র নগরীতে শৈত্যপ্রবাহ ও তীব্র তুষারপাতে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানায়।
সূত্র : আনাদোলু এজেন্সি