শীতকালীন ঝড় ও তুষারপাতে বিপর্যস্ত যুক্তরাষ্ট্রের দক্ষিণাঞ্চল। হিউস্টনে দেখা দিয়েছে বিদুৎ বিপর্যয়। বিদ্যুৎ বিচ্ছিন্ন টেক্সাসের কয়েক লাখ বাসিন্দা। ফ্লাইট বাতিলের পাশাপাশি ব্যাহত হচ্ছে ট্রাফিক ব্যবস্থা। এদিকে, তুরস্কের পাশাপাশি রাশিয়া, গ্রিস, পোল্যান্ডসহ ইউরোপের বিভিন্ন দেশে ব্যাপক তুষারপাত অব্যাহত রয়েছে।
যুক্তরাষ্ট্রের দক্ষিণাঞ্চলে আঘাত হেনেছে শীতকালীন ঝড়। এক ধাক্কায় তাপমাত্রা নেমে গেছে হিমাঙ্কের নিচে। সেইসঙ্গে শুরু হয়েছে তীব্র তুষারপাত। রাস্তায় বরফ জমায় ব্যাহত হচ্ছে স্বাভাবিক জীবন। সড়কে আটকা পড়েছে যানবাহন। তীব্র তুষারপাতের কারণে বেশ কিছু ফ্লাইট বাতিল করা হয়। তাপমাত্রা নামার সঙ্গে সঙ্গে টেক্সাসসহ বিভিন্ন স্থানে বিদ্যুৎ সরবরাহে বিঘ্ন ঘটে, বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়ে কয়েক লাখ মানুষ। অন্ধকার পুরীতে পরিণত হয় হিউস্টন।
টানা দুইদিন তুষারঝড়ের প্রভাবে তুরস্কের ইস্তাম্বুলের বেশিরভাগ অঞ্চল বরফে ঢেকে গেছে। ঝড়ো আবহাওয়ায় তাপমাত্রা ক্রমেই নিচের দিকে নামছে। সেইসঙ্গে ঘণ্টায় ৮০ কিলোমিটার বেগে দমকা হাওয়ার সতর্কতা জারি করেছে দেশটির আবহাওয়া বিভাগ। আগামী আরো কয়েকদিন তুষারপাত অব্যাহত থাকবে বলেও জানানো হয়।
বরফের চাদরে ঢাকা পড়েছে মস্কোসহ রাশিয়ার বিভিন্ন অঞ্চল। অব্যাহত তুষারপাতে বরফের স্তূপ সরাতে দিন রাত ব্যস্ত সময় পার করছেন পরিচ্ছন্নতাকর্মীরা। এরইমধ্যে তাপমাত্রা নেমেছে মাইনাস ১৩ ডিগ্রি সেলসিয়াসে। এ সপ্তাহের শেষ দিকে তাপমাত্রা হিমাঙ্কের ৩০ ডিগ্রি সেলসিয়াস নিচে নামতে পারে বলে জানিয়েছে রাশিয়ার আবহাওয়া বিভাগ। তুষারধসের আশঙ্কায় জর্জিয়া সীমান্তবর্তী সড়কগুলো বন্ধ করে দেয়া হয়েছে। বরফে ঢেকে গেছে ক্রিমিয়া অঞ্চলও।
গ্রিসে তীব্র তুষারপাতে তাপমাত্রা ২০ ডিগ্রি সেলসিয়াসে নেমেছে। জরুরি কাজ ব্যতিত সাধারণ মানুষকে চলাচলে নিরুৎসাহিত করেছে দেশটির সরকার। একইসঙ্গে তুষারপাতের কারণে রাজধানী এথেন্সের উত্তরাঞ্চলের মহাসড়ক বন্ধ হয়ে যায়। আগামী কয়েকদিন গ্রিসের মধ্য, দক্ষিণ ও পূর্বাঞ্চলে আরো ব্যাপক তুষারপাতের সতর্কতা জারি করা হয়েছে।
বাংলা৭১নিউজ/এমএস