বাংলা৭১নিউজ,(সিলেট)প্রতিনিধি: সিলেটের মিরাবাজারে একটি তুলার কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
রোববার রাত দেড়টার দিকে মিরাবাজার বক্স কালভার্টের পাশে, হোটেল সুপ্রিমের পেছনে একটি তুলা ফ্যাক্টরিতে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট প্রায় এক ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে এতে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
ফায়ার সার্ভিসের কন্ট্রোল রুমের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা জানান, খবর পেয়ে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
বৈদ্যুতিক শটসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। তবে তাৎক্ষণিকভাবে আগুনে ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।
বাংলা৭১নিউজ/এস.বি