গাজীপুরের টঙ্গীর তুরাগ তীরে কড়া নিরাপত্তার মধ্য দিয়ে শুরু হয়েছে বিশ্ব ইজতেমার প্রথম পর্ব। ফজরের নামাযের পর পাকিস্তানের মাওলানা মো. জিয়াউল হকের আম বয়ানের মধ্য দিয়ে ইজতেমার আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয়।
বিদেশি মেহমান ছাড়াও দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা মুসুল্লিরা এই পর্বে অংশ নিচ্ছেন। মুসুল্লিরা ইজতেমা ময়দানে এসে সমবেত হয়েছেন।
দুপুরে অনুষ্ঠিত হবে বৃহত্তম জুম্মার নামাজ। জুম্মার নামাজে ইজেতমার আশেপাশের এলাকা থেকে মুসুল্লিরাও অংশ নেবেন। প্রথম পর্বে অংশ গ্রহণ করছেন মাওলানা জোবায়ের অনুসারীরা।
ইজতেমা ময়দানের মূল বয়ান মঞ্চ থেকে জ্যেষ্ঠ মুরুব্বিরা আগত মুসুল্লিদের উদ্দেশ্যে বিভিন্ন ভাষায় আল্লাহ ও তাঁর রাসুলের নির্দেশিত ইসলামী বিধানের উপর দিক নির্দেশনামূলক গুরুত্বপূর্ণ বয়ান করছেন। আগত মুসুল্লিরা ৯১টি খিত্তায় অবস্থান করে ভোর থেকেই বয়ান শুনছেন।
ইসলামী ঈমান, আহকাম, করণীয় ও দাওয়াত বিষয়ে শিক্ষা লাভ করতে মুসুল্লীরা ইজতেমায় এসেছেন বলে জানান।
শুক্রবার দুপুরে বৃহত্তম জুম্মা নামাজের জামাতে অধিকসংখ্যক মুসুল্লীর চাপ মাথায় রেখে ইজতেমার নিশ্ছিদ্র নিরাপত্তা নিশ্চিত করতে পর্যাপ্ত পরিমান আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন করা হয়েছে।
বাংলা৭১নিউজ/এসএস