বাংলা৭১নিউজ,ডেস্ক : তুরস্ক সেনাবাহিনী ও সিরীয় বিদ্রোহীদের যৌথ অভিযানে তুরস্ক-সিরিয়া সীমান্ত এলাকা থেকে সরে গেছে আইএস।
তুরস্কের প্রধানমন্ত্রী বিনালি ইলদ্রিম দাবি করেছেন, তুরস্ক সেনাবাহিনী ও ফ্রি সিরিয়ান আর্মি নামে বিদ্রোহী সংগঠনের যৌথ অভিযানে উত্তর সিরীয় শহর আজাজ ও জারাব্লুস থেকে আইএস বিতাড়িত হয়েছে।
টেলিভিশনে দেওয়া এক ভাষণে তিনি বলেন, ‘আমাদের ৯১ কিলোমিটার এলাকা সম্পূর্ণ নিরাপদ করা হয়েছে। সমস্ত ধরনের সন্ত্রাসী সংগঠন সরে গেছে।’
ব্রিটেনভিত্তিক সিরিয়ান অবজারভেটরি ফর হিউমান রাইটস জানায়, তুর্কি সীমান্তবর্তী সিরিয়ার সব গ্রাম থেকে পিছু হটেছে আইএস।
সংস্থাটি জানায়, হেরে যাওয়ার পর আইএস বাইরের বিশ্বের সঙ্গে যোগাযোগ হারিয়ে ফেলেছে।
আলজাজিরার খবরে বলা হয়, বিদ্রোহীদের কয়েকটি গুরুত্বপূর্ণ গ্রামে কোনো বড় ধরনের প্রতিবন্ধকতার মুখে পড়তে হয়নি তুরস্ক সেনাবাহিনীকে। ফলে অভিযানে সহজেই সাফল্যের দেখা মিলেছে।
এর আগে গত সপ্তাহ থেকে প্রথমবারের মতো তুরস্ক সিরীয় সীমান্তে সেনা অভিযান শুরু করে। জারাব্লুস শহর তুরস্ক সমর্থিত বিদ্রোহীরা মাত্র ১৪ ঘণ্টায় আইএসের কাছ থেকে দখলে নিতে সক্ষম হয়।
বাংলা৭১নিউজ/এসএইস